মাথাভাঙ্গা মনিটর: ওভালে ইংল্যান্ড ও ভারতের মধ্যকার টেস্ট ম্যাচে দুই দিনেই জমে উঠেছে লড়াই। দ্বিতীয় দিনে বোলারদের দাপটে ম্যাচের মোড় ঘুরেছে একাধিকবার। একদিনেই ১৬ উইকেট পড়েছে, কিন্তু এখনো কারো পক্ষেই পরিষ্কারভাবে এগিয়ে থাকার সুযোগ তৈরি হয়নি। ৬ উইকেট হারিয়ে ২০৪ রান নিয়ে দ্বিতীয় দিনের খেলা শুরু করা ভারত দ্বিতীয় দিনে ২২৪ রানে অলআউট হয়। ইংলিশ পেসার গাস অ্যাটকিনসনের দুর্দান্ত বোলিংয়ে মাত্র ২০ রান যোগ করতেই শেষ ৪ উইকেট হারায় সফরকারীরা। তিনি ৩৩ রানে ৫ উইকেট শিকার করেন। এরপর ব্যাটিংয়ে নেমে ইংল্যান্ড দারুণ শুরু করলেও ভারতীয় পেসারদের তোপে শেষ পর্যন্ত ২৪৭ রানেই গুটিয়ে যায় তারা। এতে ইংল্যান্ড পায় মাত্র ২৩ রানের লিড। ভারতের হয়ে মোহাম্মদ সিরাজ ও প্রসিদ্ধ কৃষ্ণা সমান ৪টি করে উইকেট নেন। ইংল্যান্ডের ইনিংসে একমাত্র হ্যারি ব্রুক কিছুটা লড়াই করেন, ৬৪ বলে ৫৩ রান করেন তিনি। তবে বাকিরা ছিলেন ছন্দহীন। বিশেষ করে সিরাজের এক স্পেলে ইংল্যান্ড একদম ধসে পড়ে। তার ইয়র্কারে আউট হন ব্রুকও। ইনজুরির কারণে ক্রিস ওকস ব্যাট করতে না পারায় ২৪৭ রানেই থেমে যায় ইংলিশদের ইনিংস। দ্বিতীয় ইনিংসে ব্যাটিংয়ে নেমে ভারত শুরুটা ভালো করে। ওপেনিংয়ে যযশ্বী জয়সওয়াল ও লোকেশ রাহুল যোগ করেন ৪৬ রান। তবে রাহুল ৭ রানে আউট হন জশ টাংয়ের বলে। এরপর সাই সুদর্শনও ফিরে যান দ্রুত। তবে একপ্রান্ত আগলে রেখে হাফ-সেঞ্চুরি তুলে নেন যযশ্বী জয়সওয়াল। দিনের শেষে তিনি অপরাজিত ৫৩ রানে, আর তার সঙ্গী নাইট ওয়াচম্যান আকাশ দীপ ৪ রানে ব্যাট করছেন। দিনের শেষে ভারতের সংগ্রহ ২ উইকেটে ৭৫ রান, লিড দাঁড়ায় ৫২ রান।
পূর্ববর্তী পোস্ট
পরবর্তী পোস্ট
মন্তব্যসমূহ বন্ধ করা হয়.