জীবননগরে প্রাথমিক শিক্ষক সমিতির সভা অনুষ্ঠিত

জীবননগর ব্যুরো: বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতির জীবননগর উপজেলা শাখার সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল শনিবার সকালে উপজেলা হলরুমে এ সাধারণসভা অনুষ্ঠিত হয়। প্রাথমিক শিক্ষক সমিতি জীবননগর উপজেলা সভাপতি মশিউর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতি চুয়াডাঙ্গা জেলা শাখার সভাপতি শোয়াইব হোসেন। তাপস কুমারের সঞ্চালনায় অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন উপজেলা শাখার সভাপতি মশিউর রহমান। বিশেষ অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতি চুয়াডাঙ্গা জেলা শাখার সাধারণ সম্পাদক নাসির উদ্দিন এটম, সিনিয়র সহ-সভাপতি সানোয়ার হোসেন, সিনিয়র সহ-সভাপতি নাসরিন পারভিন ডালিয়া, সিনিয়র সহ-সভাপতি সামাউল হক, উপজেলা সাধারণ সম্পাদক সাহানসিন ছবির স্বপন প্রমুখ। এ সময় বক্তারা বলেন, শিক্ষক সমিতির সকলকে আগামী নির্বাচনে সম্মিলিতভাবে কাজ করতে হবে একই সাথে প্রধান শিক্ষক ও সহকারি শিক্ষকদের সুবিধার্থে ও গণতান্ত্রিক উপায়ে স্বচ্ছতার সাথে সভাপতি ও সাধারণ সম্পাদক পদে নির্বাচন দিতে হবে। অনুষ্ঠানে বিভিন্ন প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক, সহকারী শিক্ষক সহ সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।

এছাড়া, আরও পড়ুনঃ

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More