সাংবাদিকতার আলোকবর্তিকা ফাইজার চৌধুরীর জন্মদিনে শুভেচ্ছা

স্টাফ রিপোর্টার:আজ শুধু একজন জনপ্রিয় টেলিভিশন সাংবাদিকের জন্মদিন নয়, বরং শ্রদ্ধা জানানো হচ্ছে সেই মানুষটিকে, যিনি নিজেকে প্রতিষ্ঠিত করেছেন বাংলা সাংবাদিকতার এক অনন্য উচ্চতায়। ফাইজার চৌধুরী—এই নামটি আজ সাহসী সাংবাদিকতার প্রতীক, নৈতিকতার নির্ভরযোগ্য মানদণ্ড এবং তরুণ প্রজন্মের জন্য এক অনুপ্রেরণার উৎসে পরিণত হয়েছে। তিনি ধারাবাহিকভাবে তুলে ধরেছেন সাধারণ মানুষের কথা, তার বিশ্লেষণধর্মী প্রতিবেদন আমাদের করেছে সচেতন, শিখিয়েছে ভাবতে এবং প্রমাণ করেছে—একজন সাংবাদিক সমাজে ইতিবাচক পরিবর্তনের জন্য কতটা প্রভাবশালী হতে পারেন। তার শব্দচয়ন, উপস্থাপনা এবং নির্ভুল বিশ্লেষণ অনেক দর্শকের কাছে সংবাদকে রূপান্তর করেছে বিশ্বাস ও আস্থার প্রতীকে। দৈনিক মাথাভাঙ্গার সম্পাদক ও প্রকাশক সরদার আল আমিন বলেন, “ফাইজার চৌধুরী আমাদের সময়ের সাংবাদিকতা জগতে এক আলোকবর্তিকা। তিনি প্রমাণ করেছেন, দায়িত্ববান সাংবাদিকতা জাতিকে গঠন করতে পারে। তার নিরপেক্ষতা, গভীর বিশ্লেষণ এবং পেশাদারিত্ব আমাদের অনুপ্রাণিত করে। তাঁর জন্মদিনে আমি ব্যক্তিগতভাবে এবং দৈনিক মাথাভাঙ্গা পরিবারের পক্ষ থেকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আল্লাহ তাঁকে সুস্থ রাখুন এবং আরও এগিয়ে নিয়ে যান।”
এছাড়াও শুভেচ্ছা জানান দৈনিক মাথাভাঙ্গার প্রধান প্রতিবেদক রফিকুল ইসলাম, বার্তা সম্পাদক, আহাদ আলী মোল্লা, শিফট ইনচার্জ আলম আশরাফ, মাল্টিমিডিয়া ইনচার্জ শেখ রাকিব, সিনিয়র রিপোর্টার খাইরুজ্জামান সেতু, জহির রায়হান সোহাগ, জেনারেল ম্যানেজার আখতার সিদ্দিক পিন্টু, সার্কুলেশন ম্যানেজার আনোয়ার হোসেন, প্রধান কম্পিউটার অপারেটর সোহেল তানভীরসহ মাথাভাঙ্গা পরিবার। সবাই একসাথে প্রার্থনা করেছেন—আপনার জীবনের প্রতিটি পদক্ষেপ হোক আরও সাফল্যময়, দীপ্তিময় ও সম্মানিত। সাংবাদিক ফাইজার চৌধুরী বর্তমানে দৈনিক মাথাভাঙ্গার সহ-সম্পাদক ও মাছরাঙ্গা টেলিভিশনের চুয়াডাঙ্গা জেলা প্রতিনিধি হিসেবে দায়িত্ব পালন করছেন।

এছাড়া, আরও পড়ুনঃ

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More