চুয়াডাঙ্গায় জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষ্যে আলোচনাসভা অনুষ্ঠিত জুলাই শহিদের কবরে পুষ্পমাল্য অর্পণের সিদ্ধান্ত

স্টাফ রিপোর্টার: চুয়াডাঙ্গায় জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষ্যে আলোচনাসভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল সোমবার বিকেলে জেলা প্রশাসক কার্যালয়ের সম্মেলন কক্ষে সভাটি অনুষ্ঠিত হয়। সভায় আজ মঙ্গলবার সকাল ৯টায় জুলাই শহিদের কবরে পুষ্পমাল্য অর্পণ এবং সকাল ১০টায় জেলা প্রশাসক কার্যালয়ে আলোচনাসভা অনুষ্ঠিত হবে। আজ মঙ্গলবার সকাল ৯টায় সদর উপজেলার শঙ্করচন্দ্র গ্রামে ম-লপাড়ায় বাইতুল মামুর জামে মসজিদের পশ্চিমে অবস্থিত কবরস্থানে শহিদ শাহারিয়া শুভ’র কবরে জেলা প্রশাসক মোহাম্মদ জহিরুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার, সদর উপজেলা নির্বাহী অফিসার ও সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এবং আলমডাঙ্গার কয়রাডাঙ্গা গ্রামে নুরানী মাদরাসা ও লিল্লাহ বোর্ডিং কবরস্থানে শহিদ মাসুদ রানার কবরে পুলিশ সুপার খন্দকার গোলাম মওলা, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মিজানুর রহমান, আলমডাঙ্গা উপজেলা নির্বাহী অফিসার ও আললমডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) পুষ্পমাল্য অর্পণ করবেন। পাশাপাশি বিভিন্ন সরকারি দপ্তর ও বেসরকারি প্রতিষ্ঠান শহিদের কবরে পুষ্পমাল্য অর্পণ করবেন। চুয়াডাঙ্গা জেলা প্রশাসক কার্যালয়ের সম্মেলন কক্ষে জেলা প্রশাসক মোহাম্মদ জহিরুল ইসলামের সভাপতিত্বে জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষ্যে আলোচনাসভা অনুষ্ঠিত হয়। সভায় জেলার পুলিশ সুপার খন্দকার গোলাম মওলা, সিভিল সার্জন ডা. জিয়া উদ্দিন আহমেদ, অতিরিক্ত জেলা প্রশাসক ও পৌর প্রশাসক শারমিন আক্তার, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মিজানুর রহমান, অতিরিক্ত পুলিশ সুপার কনক কুমার দাস, অধ্যাপক মো. সিদ্দিকুর রহমান, কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক মাসুদুর রহমান সরকার, সরকারি কলেজের বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক ড. মুন্সি আবু সাইফ ও ইতিহাস বিভাগের সহযোগী অধ্যাপক দেলোয়ার হোসেন, সরকারি আদর্শ মহিলা কলেজের সহকারী অধ্যাপক মাসুদ পারভেজ, বিএনপির সাংগঠনিক সম্পাদক সফিকুল ইসলাম পিটু, জামায়াতের জেলা সেক্রেটারি অ্যাড. আসাদুজ্জামান, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সাবেক আহ্বায়ক আসলাম হোসেন অর্ক, গণঅধিকার পরিষদের সভাপতি হানিফ পালোয়ান, ইসলামী আন্দোলনের সভাপতি মো. হাসানুজ্জামান, এবি পার্টির সভাপতি আলমগীর হোসেন, জাসাস সাধারণ সম্পাদক সেলিমুল হাবিব, ওলামা পরিষদের সাধারণ সম্পাদক মুফতী মুস্তফা কামাল কাশেমী , ক্যাবের সাধারণ সম্পাদক বিল্লাল হোসেন ও চুয়াডাঙ্গা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক বিপুল আশরাফসহ কমিটির সদস্যরা উপস্থিত ছিলেন।

এছাড়া, আরও পড়ুনঃ

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More