মাথাভাঙ্গা মনিটর: যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের শুল্ক আরোপের সিদ্ধান্তে ক্ষুব্ধ হয়ে নতুন মার্কিন অস্ত্র ও বিমান কেনার পরিকল্পনা আপাতত স্থগিত করেছে ভারত। বিষয়টির সঙ্গে জড়িত তিন ভারতীয় কর্মকর্তার বরাত দিয়ে এ খবর জানিয়েছে ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স। কয়েক দশকের মধ্যে দুই দেশের সম্পর্কে এটিই সবচেয়ে বড় অচলাবস্থার ইঙ্গিত বলে মনে করা হচ্ছে। তবে ভারতের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের এক সূত্র এই সংবাদকে ‘মিথ্যা ও মনগড়া’ বলে দাবি করেছে। ভারতের প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং শিগগিরই ওয়াশিংটন গিয়ে কয়েকটি বড় প্রতিরক্ষা ক্রয়ের ঘোষণা দেওয়ার কথা ছিল। কিন্তু ট্রাম্প প্রশাসন ভারতীয় পণ্যে অতিরিক্ত ২৫ শতাংশ শুল্ক আরোপ করার পর সেই সফর বাতিল হয়েছে বলে জানিয়েছেন দুই কর্মকর্তা। এর ফলে যুক্তরাষ্ট্রে ভারতের রফতানি পণ্যে মোট শুল্ক দাঁড়িয়েছে ৫০ শতাংশ। যা দেশটির বাণিজ্য অংশীদারদের মধ্যে সর্বোচ্চের কাছাকাছি।
পূর্ববর্তী পোস্ট
পরবর্তী পোস্ট
মন্তব্যসমূহ বন্ধ করা হয়.