মেহেরপুরে শতাধিক এসএসসি কৃতি শিক্ষার্থীকে সংবর্ধনা

মেহেরপুর অফিস: মেহেরপুর স্টুডেন্ট এসোসিয়েসন (মেসডার)’র উদ্যোগে শতাধিক এসএসসি কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান করা হয়েছে। গতকাল শনিবার বেলা ১১টায় মেহেরপুর পৌর কমিউনিটি সেন্টারে এ সংবর্ধনা প্রদান করা হয়। সংবর্ধনা অনুষ্ঠানে মুখ্য আলোচক ছিলেন মেহেরপুর বিশ্ববিদ্যালয়ের উপচার্য প্রফেসার ড. শেখ বখতিয়ার উদ্দিন। প্রধান অতিথি ছিলেন প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী মনির হায়দার। বিশেষ অতিথি ছিলেন মেহেরপুর সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসার ড. একে এম নজরুল কবির। মেসডার সংবর্ধনা উদযাপন কমিটির আহবায়ক ইনজামামুল হক তুষার’র সভাপতিত্বে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন সংগঠক সার্বির আহম্মেদ সোহাগ, কৃতিশিক্ষার্থী সাদিয় খাতুন, মাবিয়া নওরিন প্রমুখ। অনুষ্ঠানে এসএসসি শিক্ষার্থীদের পাশা পাশি মেহেরপুরে উচ্চ শিক্ষা ক্ষেত্রে কৃত্তিত্ব অর্জনকারি, কৃতি বক্সার ও বিগত বিসিএসএ সুযোগ পাওয়াদের সংবর্ধনা প্রদান করা হয়।

 

এছাড়া, আরও পড়ুনঃ

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More