মালয়েশিয়ার শ্রমবাজার উন্মুক্ত রাখার আহ্বান ইউনূসের

স্টাফ রিপোর্টার:বাংলাদেশি শ্রমিকদের জন্য মালয়েশিয়ার শ্রমবাজার দীর্ঘমেয়াদে উন্মুক্ত রাখার আহ্বান জানিয়েছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস।

মঙ্গলবার মালয়েশিয়ার প্রধানমন্ত্রী দাতুক সেরি আনোয়ার ইব্রাহিমের সঙ্গে যৌথ সংবাদ সম্মেলনে তিনি এ আহ্বান জানান।

প্রধান উপদেষ্টা বলেন, বাংলাদেশি শ্রমিকদের এখানে খুব ভালোভাবে দেখা হয়—বন্ধু হিসেবে, পরিবারের সদস্য হিসেবে। আমরা এজন্য মালয়েশিয়ার প্রতি গভীর কৃতজ্ঞতা জানাই। আশা করি, এই দরজা খোলা থাকবে এবং আরও বড় হবে। যাতে আরও বেশি তরুণ বাংলাদেশি মালয়েশিয়ায় এসে কাজ করতে পারে, শিখতে পারে এবং সেই শিক্ষা দেশে ফিরিয়ে নিতে পারে।

নোবেল শান্তি পুরস্কার জয়ী এই অর্থনীতিবিদ বলেন, মালয়েশিয়া ও বাংলাদেশের শ্রম সহযোগিতা উভয় দেশের জন্য দীর্ঘমেয়াদি পারস্পরিক সুফল বয়ে আনছে।

মানবসম্পদ মন্ত্রী স্টিভেন সিমের তথ্যানুযায়ী, বর্তমানে মালয়েশিয়ায় প্রায় ৮ লাখ ৯৮ হাজার ৯৭০ জন বাংলাদেশি শ্রমিক কাজ করছেন, যা দেশটির বিদেশি শ্রমিকদের মধ্যে সর্বোচ্চ সংখ্যা।

প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম বাংলাদেশি শ্রমিকদের অবদানের স্বীকৃতি দিয়ে বলেন, আপনাদের শ্রমিকরা আমাদের উন্নয়নে গুরুত্বপূর্ণ অবদান রাখছে। তাই বাংলাদেশ আমাদের অন্যতম গুরুত্বপূর্ণ অংশীদার।

তিনি জানান, শ্রমিকদের পারিবারিক জীবনের সঙ্গে সংযোগ বজায় রাখা ও নিরাপদ কর্মপরিবেশ নিশ্চিত করার জন্য মালয়েশিয়া সম্প্রতি একাধিক প্রবেশ ভিসা (মাল্টিপল এন্ট্রি) ভিসা সুবিধা চালু করেছে।

৮ আগস্ট থেকে কার্যকর হওয়া এ নীতির আওতায় বৈধ অস্থায়ী কর্মসংস্থান ভিজিট পাস (পিএলকেএস) ও সিঙ্গেল এন্ট্রি ভিসা (এসইভি) থাকা বাংলাদেশি শ্রমিকদের আলাদা করে মাল্টিপল এন্ট্রি ভিসার আবেদন করতে হবে না।

এছাড়া, আরও পড়ুনঃ

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More