২০২৬ ফুটবল বিশ্বকাপে কাজের সুযোগ, আবেদন করবেন যেভাবে

আগামী বছর যুক্তরাষ্ট্র, কানাডা এবং মেক্সিকোতে বসবে বিশ্বকাপ ফুটবলের ২৩ তম আসর। এই আয়োজন সুন্দরভাবে সম্পন্ন করতে প্রচুর স্বেচ্ছাসেবকের প্রয়োজন। তাই এই বিশ্ব আসরের জন্য প্রায় ৬৫ হাজার সেচ্ছাসেবী নিয়োগ দেওয়ার কথা ভাবছে বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা ফিফা।

স্বেচ্ছাসেবীরা স্টেডিয়াম, প্রশিক্ষণকেন্দ্র, বিমানবন্দর, হোটেলসহ ২৩টি কার্যক্রম পরিচালনার জন্য ১৬টি শহরে সহায়তা প্রদান করবেন। আগামী বছরের ১১ জুন থেকে ১৯ জুলাই পর্যন্ত মোট আটটি শিফটে স্বেচ্ছাসেবীরা বিশ্বকাপে সেবা প্রদান করবে। আগ্রহী যে কেউ এখন থেকে আবেদন করতে পারবেন।

এ বিষয়ে ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো বলেন, ‘স্বেচ্ছাসেবীরা ফিফা টুর্নামেন্টের হৃদয়, আত্মা ও হাসি। আমরা আশা করি আগ্রহী ব্যক্তিরা ২০২৬ সালে বিশ্বকে স্বাগত জানাতে আমাদের সঙ্গে যুক্ত হবেন।’

বিশ্বকাপে স্বেচ্ছাসেবী হতে ১৮ বা তার বেশি বয়সের যে কেউ। এজন্য কোনো পূর্ব অভিজ্ঞতার প্রয়োজন নেই। তবে স্বেচ্ছাসেবীদের ইংরেজি ভাষায় দক্ষতার পাশাপাশি আয়োজক দেশে কাজ করার যোগ্য হতে হবে।

একইসঙ্গে মেক্সিকোয় স্বেচ্ছাসেবী হিসেবে কাজের জন্য স্প্যানিশ এবং কানাডার জন্য ফরাসি ভাষার দক্ষতাকেও অগ্রাধিকার দেওয়া হবে। অন্য কোনো ভাষা জানা থাকলে তা বাড়তি যোগ্যতা হিসেবে গণ্য হবে।

আবেদনের সময়সীমা চলতি বছরের আগস্ট থেকে সেপ্টেম্বর মাস পর্যন্ত। স্বেচ্ছাসেবী হতে আগ্রহীরা আবেদন করতে এই লিংকে ক্লিক করুন- fifaworldcup.com/volunteers.

এছাড়া, আরও পড়ুনঃ

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More