প্রথমবার টাইমস স্কয়ারে হবে তিথি অনুযায়ী দুর্গাপূজা

নিউ ইয়র্কের বিখ্যাত টাইমস স্কয়ারে প্রথমবারের মতো তিথি অনুযায়ী দুর্গাপূজা অনুষ্ঠিত হতে যাচ্ছে আগামী ১ ও ২ অক্টোবর। আয়োজন করছে টাইমস স্কয়ার দুর্গা উৎসব অ্যাসোসিয়েশন।

গত ১০ আগস্ট সন্ধ্যায় নিউ ইয়র্কের জ্যাকসন হাইটসে আয়োজিত ‘মিট দ্য প্রেস’ অনুষ্ঠানে এ ঘোষণা দেন সংগঠনের প্রধান উপদেষ্টা মৃদুল পাঠক। সংবাদ সম্মেলনে তিনি ছাড়াও উপস্থিত ছিলেন সভাপতি শশধর হাওলাদার, সহসভাপতি কল্লোল বসু, সম্পাদক নিরুপমা সাহা, কোষাধ্যক্ষ সৌম্যব্রত দাসগুপ্ত, উপদেষ্টা মিলন আওন ও নির্মল পাল। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন শ্রীয়াঙ্কা বসাক।

ফাদার ডাফি স্কোয়ারে (লাল সিঁড়ির পাশে) পূজার মণ্ডপ ও থিম নির্মাণ করছেন কলকাতার থিম পূজার পথিকৃতেরা। সেখানে গড়ে তোলা হবে কলকাতার ম্যাডক্স স্কয়ার এবং ঢাকার ঢাকেশ্বরী মন্দিরের আবহ। প্রতিমা নির্মাণ করেছেন কলকাতার কুমারটুলির খ্যাতনামা শিল্পী প্রদীপ রুদ্র পাল।

উৎসবে থাকবে সিঁদুর খেলা, ধুনুচি নাচ এবং নবরাত্রির বিভিন্ন রীতি-অনুষ্ঠান। পাশাপাশি কলকাতা ও ঢাকার শীর্ষস্থানীয় শিল্পীদের পরিবেশনা দর্শকরা উপভোগ করবেন। বিশ্বের নানা প্রান্তের বাঙালিরা এই আন্তর্জাতিক দুর্গা উৎসবে যোগ দেবেন, যা বিশ্বব্যাপী সরাসরি সম্প্রচার করা হবে। অনুষ্ঠান সবার জন্য উন্মুক্ত।

সংবাদ সম্মেলনে নর্থ আমেরিকা বঙ্গ সম্মেলনের আয়োজক সংগঠন সিএবি, বাংলাদেশের বেদান্ত সোসাইটি সহ বিভিন্ন সংগঠন ও ব্যক্তি এ আয়োজনে সহযোগিতার ঘোষণা দিয়েছেন।

এছাড়া, আরও পড়ুনঃ

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More