মেহেরপুরের মুজিবনগর সীমান্তে বিজিবি-বিএসএফের পতাকা বৈঠক ভারতে আটক নারী ও শিশুসহ ৯ বাংলাদেশিকে হস্তান্তর
মুজিবনগর প্রতিনিধি: মেহেরপুরের মুজিবনগর সীমান্তে পতাকা বৈঠকের মাধ্যমে ৯ বাংলাদেশিকে বিজিবির কাছে হস্তান্তর করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। গতকাল বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টার দিকে মুজিবনগর সীমান্তের ১০৫ নম্বর পিলারের কাছে এ বৈঠক অনুষ্ঠিত হয়। ফেরত পাঠানো ব্যক্তিদের সবাই ফরিদপুরের বাসিন্দা বলে প্রাথমিকভাবে জানা গেছে। তাদের মধ্যে দুজন পুরুষ, একজন নারী ও ছয় শিশু। প্রাপ্তবয়স্কের কেউ কেউ কাজের সন্ধানে ২০-২৫ বছর আগে ভারতে গিয়েছিলেন। হস্তান্তর হওয়া ব্যক্তিরা হলেন-ফরিদপুর ভাঙ্গা থানার ওদুদ শেখের ছেলে আবু সাইদ (৪৫), তার স্ত্রী বিউটি বেগম (৪০), ছেলে সম্রাট (৭) ও মেয়ে শিমলা আক্তার (১১); ফরিদপুর নগরকান্দা থানার বদিরুজ্জামান (৩৯), তার স্ত্রী ডলি (৩৫), মেয়ে লামিয়া আক্তার (৬), ছেলে আলী আকবার (৪) ও মেয়ে দেড় বছর বয়সী ছাদিয়া আক্তার। পতাকা বৈঠকে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) পক্ষে নেতৃত্ব দেন মুজিবনগর কোম্পানি কমান্ডার সুবেদার আবুল বাশার এবং বিএসএফের পক্ষে নেতৃত্ব দেন হৃদয়পুর কোম্পানি কমান্ডার সজল কুমার। বিজিবির হাতে আটকের পর আবু সাইদ (৪৫) নামের একজন বলেন, ‘১১ বছর হলো হলো পরিবার নিয়ে ভারতে বসবাস করছিলাম। আমার সেখানে একটি ছেলে হয়। জন্মসূত্রে ছেলেটি ভারতীয় নাগরিক। এরপরও পুলিশ আমাদের ধরে বিএসএফের কাছে দিয়েছে। পরে তারা বিজিবির কাছে ফেরত পাঠায়।’ আটক ব্যক্তিদের মুজিবনগর থানায় হস্তান্তর করেছে বিজিবি। বিষয়টি নিশ্চিত করে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মেহেদি রাসেল বলেন, তাঁদের পরিচয় শনাক্তের প্রক্রিয়া চলছে। প্রাথমিকভাবে জানা গেছে, তারা বাংলাদেশ থেকে দীর্ঘদিন আগে ভারতে গিয়েছিলেন। সেখানে পরিবার নিয়ে বসবাস করতেন।
মন্তব্যসমূহ বন্ধ করা হয়.