সরোজগঞ্জ প্রতিনিধি: চুয়াডাঙ্গার সরোজগঞ্জে কৃষি যন্ত্রপাতি মেরামত ও নার্সারি উদ্যোক্তাদের ৫দিনব্যাপী কৃষি যন্ত্রপাতি মেরামত ও নার্সারি ব্যবস্থাপনা, সিডলিং ট্রেতে চারা উৎপাদন ও ভার্মি কম্পোস্ট ব্যবস্থাপনা বিষয়ক প্রশিক্ষণ সম্পন্ন হয়েছে। কৃষি বিপণন অধিদপ্তর কর্তৃক বাস্তবায়নাধীন স্মলহোলাডার এগ্রিকালচারাল কম্পিটিটিভনেস প্রজেষ্ট (এসএসিপি) বিপণন অঙ্গ শীর্ষক প্রকল্পের ২০২৫-২৬ অর্থ বছরের আওয়াতায় বৃহস্পতিবার বিকেলে জনতা ইঞ্জিনিয়ারিং ও জনতা রিসার্স ট্রেনিং এন্ড সাপোর্ট সেন্টারে অনুষ্ঠিত হয়। সভাপতিত্ব করেন সরোজগঞ্জ জনতা ইঞ্জিনিয়ারিংয়ের চেয়ারম্যান বাংলাদেশ কৃষি যন্ত্রপাতি প্রস্তÍতকারক অ্যাসোসিয়েশনের জেনারেল সেক্রেটারি মো. ওয়ালিউল্লাহ। প্রধান অতিথি চুয়াডাঙ্গা জেলা কৃষি বিপণন কর্মকর্তা শহিদুল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন জনতা রিসার্স ট্রেনিং এন্ড সাপোর্ট সেন্টারে প্রজেক্ট ম্যানেজার কৃষিবিদ বদিউজ্জামান, ট্রেনিং কো অর্ডিনেটর হাবিবুর রহমান, সহকারী প্রজেক্ট ম্যানেজার মারজিয়া হক টুম্পা, নাসরিন সুলতানা প্রমুখ।
পূর্ববর্তী পোস্ট
পরবর্তী পোস্ট
এছাড়া, আরও পড়ুনঃ
মন্তব্যসমূহ বন্ধ করা হয়.