এশিয়া কাপের জন্য ইতোমধ্যেই দল ঘোষণা করে দিয়েছে পাকিস্তান ও ভারত। দলগুলোতে আছে একাধিক চমকও। তবে বাংলাদেশ সে পথে হাঁটছে না। এখনও দল ঘোষণা করেনি। তাই প্রশ্ন উঠে যাচ্ছে, ভারত-পাকিস্তান তো করে ফেলল, বাংলাদেশ দল ঘোষণা করবে কবে?
সম্প্রতি এক পত্রিকাকে এই প্রশ্নের জবাবটা দিয়েছেন বিসিবির প্রধান নির্বাচক গাজী আশরাফ হোসেন লিপু। তিনি বলেছেন, ‘আমরা র্যাঙ্কিংয়ের পরের দিকের (নিচের দিকের) দল, পরেই দেব!’
এশিয়া কাপের দল ঘোষণা করার শেষ সময় ২২ আগস্ট। তার আগেই দল ঘোষণা করতে হবে সবগুলো দলকে। লিপু জানালেন জানা কথাটাই। তিনি বলেন, ‘২২ তারিখের মধ্যে অবশ্যই দল পেয়ে যাবেন।’
তবে এখনও কেন দল ঘোষণা করা হচ্ছে না, সে বিষয়টাও পরিষ্কার জানালেন লিপু। তিনি বলেন, ‘আমাদের তো ট্রায়াঙ্গুলার লোকেশন মেলাতে হয়। নির্বাচক আবদুর রাজ্জাক ডারউইনে (অস্ট্রেলিয়া), আমি এখানে, দল ও কোচিং স্টাফ গেছে সিলেটে।’
এদিকে বাংলাদেশ দল ঘোষণা করা না হলেও দল নেদারল্যান্ডস সিরিজের প্রস্তুতি নিতে চলে গেছে সিলেটে। দুই সপ্তাহে ক্যাম্পে থাকা ক্রিকেটারদের প্রায় সবাই আছেন এই স্কোয়াডে।
এদিকে নির্বাচক প্যানেল অবশ্য এশিয়া কাপের দল নিয়ে বৈঠকে বসবেন আজ। এরপর বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুলের অনুমোদন পাওয়া সাপেক্ষে বৃহস্পতি কিংবা শুক্রবারের মধ্যে দল ঘোষণা করা হবে।
মন্তব্যসমূহ বন্ধ করা হয়.