পাওনা টাকা আদায়ে পথে নামলেন টালিউড অভিনেত্রী

টালিউড অভিনেত্রী কাঞ্চনা মৈত্রকে হাসিখুশি মেজাজেই দেখতে অভ্যস্ত দর্শকরা। কিন্তু হঠাৎ শিয়ালদহ স্টেশনের বাইরে গলা ফাটিয়ে চিৎকার করছেন অভিনেত্রী। তাকে ঘিরে দাঁড়িয়ে অনেক মানুষ। অনেকে পকেট থেকে বের করেছেন মুঠোফোন। এমন একটি ভিডিও সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়তেই ভাইরাল হয়ে পড়ে।

অনেকেই ভাবছেন— স্টুডিওপাড়ার অভিনেত্রী হঠাৎ স্টেশনের মাঝে কেন চিৎকার করছেন? ভিড়ে দাঁড়ানো মানুষের চোখেমুখে প্রশ্ন— অভিনেত্রীর চিৎকার শুনে বোঝা যাচ্ছে, তিনি কোনো পাওনা টাকা আদায়ের জন্য চিৎকার করছেন। কাঞ্চনা কি তবে সুদের ব্যবসা শুরু করলেন? তাকে কোনো দিন এ রূপে দেখবে এটা কেউ কখনো ভাবেননি।

ভারতীয় গণমাধ্যম সূত্রে জানা গেছে, কাঞ্চনা ‘স্বপ্না বসাক’ রূপে এসেছিলেন। নেপথ্যের কারণ কী— স্পষ্ট করে না জানালেও অভিনেত্রী বললেন, সব কিছু যেমন পর্দার জন্য নয়, তেমনই আবার সব কথা প্রকাশ্যে বলার জন্যও নয়।

যদিও বচসায় কাঞ্চনার কথাবার্তা শুনে কিছুক্ষণের মধ্যে দর্শকদের একাংশ ধরেই নেন— কোনো সিনেমা জন্যই এসব করছিলেন অভিনেত্রী। ইদানীং প্রচারের জন্য অভিনেতা-অভিনেত্রীরা নানা কৌশল অবলম্বন করে থাকেন, এটি তারই একটি অংশ।

এর আগে অভিনেতা তথা প্রযোজক দীপক অধিকারী দেব তার সিনেমার প্রচারের জন্য একটি ভিডিও তৈরি করেছিলেন। সামাজিক মাধ্যমে সেই ভিডিওতে দেখা গিয়েছিল— একটি ছেলেকে এলোপাতাড়ি মারছেন অভিনেতা দেব। আর পরিস্থিতি সামাল দেওয়ার চেষ্টা করছেন তার দলের সদস্যরা। নায়ককে সামলাতে এসে গেছেন সিনেমার নায়িকা পূজা বন্দ্যোপাধ্যায়।

সেই ভিডিওর প্রথম ঝলকে অনেকেই ভেবে নিয়েছিলেন— ক্যামেরার সামনে বুঝি মেজাজ হারিয়েছেন দেব। পরে জানা যায়, সবই চিত্রনাট্য। শুধু সিনেমার প্রচারের জন্যই এমন পরিকল্পনা করেছিলেন নায়ক। কাঞ্চনা মৈত্রের এ ভিডিওটিও যে তেমনই কিছু তা অনেকেই অনুমান করেছেন।পাওনা টাকা আদায় করতে পথে নামলেন কাঞ্চনা, কিন্তু কেন?

বিনোদন জগতের টালিউড অভিনেত্রী কাঞ্চনা মৈত্রকে হাসিখুশি মেজাজেই দেখতে অভ্যস্ত দর্শকরা। কিন্তু হঠাৎ শিয়ালদহ স্টেশনের বাইরে গলা ফাটিয়ে চিৎকার করছেন অভিনেত্রী। তাকে ঘিরে দাঁড়িয়ে অনেক মানুষ। অনেকে আবার পকেট থেকে বার করেছেন মুঠোফোন, যা ঘটছে তা ভিডিওবন্দি করতে ব্যস্ত। এমন একটি ভিডিও সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়তেই ভাইরাল হয়ে পড়ে।

অনেকেই ভাবছেন— স্টুডিওপাড়ার অভিনেত্রী হঠাৎ স্টেশনের মাঝে কেন চিৎকার করছেন? ভিড়ে দাঁড়ানো মানুষের চোখেমুখে প্রশ্ন— অভিনেত্রীর চিৎকার শুনে বোঝা যাচ্ছে, তিনি কোনো পাওনা টাকা আদায়ের জন্য চিৎকার করছেন। কাঞ্চনা কি তবে সুদের ব্যবসা শুরু করলেন? তাকে কোনো দিন এ রূপে দেখবে এটা কেউ কখনো ভাবেননি।

একটি গণমাধ্যম সূত্রে জানা গেছে, শিয়ালদহ স্টেশনে কাঞ্চনা ‘স্বপ্না বসাক’ রূপে এসেছিলেন। নেপথ্যের কারণ কী— স্পষ্ট করে না জানালেও অভিনেত্রী বললেন, সব কিছু যেমন পর্দার জন্য নয়, তেমনই আবার সব কথা প্রকাশ্যে বলার জন্যও নয়।

যদিও বচসায় কাঞ্চনার কথাবার্তা শুনে কিছুক্ষণের মধ্যে দর্শকদের একাংশ ধরেই নেন— কোনো সিনেমা জন্যই এসব করছিলেন অভিনেত্রী। ইদানীং প্রচারের জন্য অভিনেতা-অভিনেত্রীরা নানা কৌশল অবলম্বন করে থাকেন, এটি তারই একটি অংশ।

এছাড়া, আরও পড়ুনঃ

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More