বোনের কিডনিতে বাঁচলেন ভাই

পিরোজপুরের মঠবাড়িয়ায় অসুস্থ ছোট ভাইকে বাঁচাতে নারী ইউপি সদস্য বোন নিজের কিডনি দান করেছেন। জীবন সংকটাপন্ন ভাইয়ের প্রতি বোনের এমন মমতায় এলাকায় মানুষের প্রশংসা পাচ্ছেন বোন হাসিনা বেগম।

উপজেলার ধানীসাফা ইউনিয়ন পরিষদের দুইবার নির্বাচিত সাবেক নারী ইউপি সদস্য ও উপজেলা মহিলা দলের সহ-সভাপতি হাসিনা বেগম (৪৫) নিজের একটি কিডনি দিয়ে অসুস্থ ছোট ভাই হাসান বিশ্বাসের (৩৮) জীবন বাঁচালেন।

গত মঙ্গলবার দিবাগত রাত ১টায় হাসিনার দেওয়া কিডনি ছোট ভাই হাসানের দেহে সফলভাবে প্রতিস্থাপন করেন ঢাকার শ্যামলীর সিডনি অ্যান্ড ইউরোলোজি হাসপাতালের চিকিৎসক অধ্যাপক ডা. মো. কামরুল ইসলাম। বর্তমান ভাই ও বোন দুজনই সুস্থ রয়েছেন।

দুই সন্তানের জননী নারী ইউপি সদস্য হাসিনা বেগম বলেন, নিজের ছোট ভাই হাসানের একটি কিডনি অকেজো হয়ে পড়লে ভাই গুরুতর অসুস্থ হয়ে পড়ে। ভাইয়ের জীবন বাঁচাত নিজের একটি কিডনি দিতে পেরে ভালো লাগছে। ভাই এখন আশঙ্কামুক্ত। আমার ভাইয়ের জন্য আপনারা দোয়া করবেন।

গৃহবধূ হাসিনা বেগমের স্বামী মঠবাড়িয়া উপজেলার ধানীসাফা ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক লিটন বিষয়টি নিশ্চিত করে বলেন, গত সাত মাস পূর্বে হঠাৎ শ্যালক হাসান বিশ্বাসের কিডনির সমস্যা ধরা পড়ে। ডাক্তার জানান- তার দুটি কিডনিই নষ্ট হয়ে গেছে। দ্রুত একটি কিডনি প্রতিস্থাপন করা প্রয়োজন। ভাইকে বাঁচাতে আমার স্ত্রী হাসিনা একটি কিডনি দিতে রাজি হয়।

তিনি বলেন, ছোট ভাই হাসানকে কিডনি দান করতে আমার মতামত চাইলে আমি রাজি হই। শেষে গত মঙ্গলবার দিনগত রাতে অস্ত্রোপচারের মাধ্যমে সফলভাবে কিডনি প্রতিস্থাপন হয়েছে। ভাইয়ের প্রতি বোনের ভালোবাসার দৃষ্টান্ত স্থাপন করল আমার স্ত্রী। বর্তমানে ভাইবোন দুজনই সম্পূর্ণ সুস্থ রয়েছেন।

এছাড়া, আরও পড়ুনঃ

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More