প্রস্তুত রণবীর-আলিয়ার স্বপ্নের বাংলো, দাম কত?

অবশেষে সম্পূর্ণ হল আলিয়া ভাট ও রণবীর কাপুরের স্বপ্নের বাংলো। মেয়ে রাহার জন্মের পর থেকেই রণবীর ও আলিয়া ঠিক করে ফেলেছিলেন, বিলাসবহুল বাংলো উপহার দেবেন তাদের রাজকন্যাকে। প্রায় দুবছর ধরে কাজ চলার পর অবশেষে তৈরি ৬ তলার বিলাসবহুল বহুতল ভবন।

নির্মাণ শেষে সামনে এসেছে আলিয়া-রণবীরের সেই বিলাসবহুল বাংলোর সামনের অংশের ছবি, যা ইতোমধ্যেই বেশ নজর কেড়েছে।

জানা গেছে, রণবীর ও আলিয়ার এই বাংলো যে জমির উপর তৈরি হয়েছে, তা এক সময় ছিল রাজ কাপুর ও তার স্ত্রী কৃষ্ণা রাজ কাপুরের। পরে সেটি পান রণবীরের পিতা ঋষি কাপুর এবং মা নীতু কাপুর। ঋষি কাপুরই এই জমি দিয়ে যান তার একমাত্র পুত্র রণবীরকে। আর রণবীর ও আলিয়া সেই জমির উপরই বিলাসবহুল বাংলো তৈরি করে, সেটি মেয়ে রাহার নামে করে দিলেন।

তথ্য বলছে, এই ৬ তলার বাংলো তৈরি করতে লেগেছে ২৫০ কোটি রুপি (বাংলাদেশি মুদ্রায় প্রায় ৩৫০ কোটি টাকা)। যার প্রত্যেকটি ফ্লোরেই রয়েছে ঝুলন্ত বাগানবারান্দা। একদম টপ ফ্লোরে রয়েছে সুইমিং পুল। ছাদ থেকে স্পষ্ট দেখা যায় আরব সাগর। প্রত্যেকটি ফ্লোরেই রয়েছে প্রায় ১০ টি করে বড় আকারের কক্ষ। ইন্টেরিয়রে রয়েছে সাবেকি ছাপ।

জানা গেছে, একটা ফ্লোরে রণবীর তৈরি করেছেন ছোট্ট সিনেমা হল। আর একটি ফ্লোর পুরোটাই রাহার জন্য।

সূত্র বলেছে, আগামী দিপাবলীতেই আলিয়া ও ছোট্ট রাহা গৃহপ্রবেশ করবেন তাদের এই নতুন বিলাসবহুল বাংলোতে।

এছাড়া, আরও পড়ুনঃ

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More