এনসিপির ৪ নেতার একযোগে পদত্যাগ

ময়মনসিংহের নান্দাইলে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) উপজেলা কমিটি থেকে একযোগে চারজন নেতা পদত্যাগ করেছেন। দলের নীতি, আদর্শ ও নৈতিকতার অভাবকে কারণ দেখিয়ে তারা এই সিদ্ধান্ত নিয়েছেন বলে পদত্যাগপত্রে উল্লেখ করেছেন।

মঙ্গলবার (২৬ আগস্ট) সকালে যুগান্তরকে এ তথ্য নিশ্চিত করেছেন পদত্যাগকারী নেতারা। সোমবার সন্ধ্যায় দলের উপজেলা প্রধান সমন্বয়কারী ফাইজুল ইসলামের কাছে লিখিতভাবে তাদের পদত্যাগপত্র জমা দিয়েছেন।

পদত্যাগকারী নেতারা হলেন- উপজেলা এনসিপির সমন্বয় কমিটির সদস্য মো. কাওছার আহম্মেদ জিসান, আশেক আলী মণ্ডল, শেখ সাদি ও মোহাম্মদ উল্লাহ।

পদত্যাগপত্রে তারা উল্লেখ করেন, আমরা এই দলের সদস্য হিসেবে বেশ কিছুদিন ধরে দায়িত্ব পালন করে আসছি। কিন্তু সংগঠনের নীতি, নৈতিকতা এবং আদর্শ ঠিক না থাকার কারণে আমরা এনসিপির সদস্যপদ থেকে পদত্যাগ করার সিদ্ধান্ত নিয়েছি।

এ বিষয়ে জানতে চাইলে এনসিপির উপজেলা প্রধান সমন্বয়কারী ফাইজুল ইসলাম জানান, তিনি বিষয়টি সম্পর্কে অবগত নন। কারা, কেন পদত্যাগ করেছেন, সে বিষয়েও তিনি কিছু জানেন না।

এছাড়া, আরও পড়ুনঃ

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More