‘ভিক্ষুকের’ বাসায় মিলল সাড়ে ৪ লাখ টাকা ও ৪ ভরি সোনা

চট্টগ্রামের সাতকানিয়া থানা এলাকায় অভিযান চালিয়ে তসলিমা আক্তার (৪৮) নামে ভিক্ষুকবেশী পেশাদার চোরকে চোরাই মালামাল, নগদ টাকা ও স্বর্ণালংকারসহ গ্রেফতার করেছে লোহাগাড়া থানা পুলিশ। এ সময় তসলিমার বাসায় তল্লাশি চালিয়ে নগদ ৪ লাখ ৫১ হাজার টাকা ও ৪ ভরি স্বর্ণালংকার উদ্ধার করা হয়েছে।

গ্রেফতার তসলিমা আক্তার উপজেলার কালিয়াইশ ইউনিয়নের কাটগড় এলাকার বাসিন্দা জয়নাল আবেদীনের স্ত্রী। সে ভিক্ষুক সেজে বিভিন্ন এলাকায় চুরি করতো।

থানা পুলিশ সূত্র জানায়, ২১ আগস্ট খাদিজাতুল কোবরা রাফি নামের এক প্রবাসীর স্ত্রী কক্সবাজার জেলার চকরিয়া এলাকায় বিয়ের অনুষ্ঠানে যাওয়ার জন্য লোহাগাড়া থানাধীন আমিরাবাদ স্টেশনস্থ মুনস্টার নামে একটি দোকানের সামনে বাসের জন্য অপেক্ষা করছিলেন। এ সময় অজ্ঞাতপরিচয় একজন ব্যক্তি ভিখারীর বেশে তাদের কাছে ভিক্ষা চান।

ভিক্ষুকদের একজন প্রবাসীর স্ত্রীর সঙ্গে থাকা এক নারীকে উস্কানিমূলক কথা বলে ক্ষেপিয়ে দেন। এ সময় ভিক্ষুকের সঙ্গে নারীর বাকবিতণ্ডা হয়। এ সময় প্রবাসীর স্ত্রী তাদের মধ্যে সৃষ্ট বাকবিতণ্ডা সমাধান করতে গেলে গ্রেফতার তসলিমা সুকৌশলে তার কাঁধে থাকা ব্যাগের চেইন খুলে প্রায় ২ ভরি ওজনের স্বর্ণ (২ জোড়া কানের দুল, ১টি আংটি) নিয়ে পালিয়ে যায়। পরে অনেক খোঁজাখুঁজি করেও তসলিমাকে খুঁজে পাওয়া যায়নি।

২৫ আগস্ট প্রবাসীর স্ত্রী খাদিজাতুল কোবরা রাফি বাদী হয়ে অজ্ঞাতনামা চোরদের আসামি করে লোহাগাড়া থানায় একটি মামলা করেন।

লোহাগাড়া থানার এস আই জাহেদ হোসেন জানান, এ মামলার সূত্র ধরে লোহাগাড়া থানা পুলিশ অভিযানে নামে। ঘটনাস্থলের সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ, তথ্য-প্রযুক্তির সহায়তায় আসামি সনাক্ত করে সাতকানিয়া থানাধীন ১১নং কালিয়াইশ ইউনিয়নের পূর্ব কাঠগড়, বাদশার বাপের বাড়ির ভাড়া বাসা থেকে পেশাদার চোর তসলিমা আক্তারকে গ্রেফতার করেন। তার বাসায় তল্লাশি চালিয়ে নগদ ৪ লাখ ৫১ হাজার টাকা ও ৪ ভরি স্বর্ণালঙ্কার উদ্ধার করা হয়। এর মধ্যে ৫টি স্বর্ণের আংটি, ২টি স্বর্ণের চেইন, ৪ জোড়া স্বর্ণের কানের দুল, ২টি নাকফুল। ওই স্বর্ণালঙ্কারের মধ্যে একজোড়া কানের দুল এবং একটি আংটি প্রবাসীর স্ত্রী রাফি তার নিজের বলে শনাক্ত করে। গ্রেফতার তসলিমা আক্তারকে আদালতে পাঠানো হয়েছে।

এছাড়া, আরও পড়ুনঃ

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More