নির্বাচনের চ্যালেঞ্জ মোকাবিলায় প্রস্তুত ইসি: আখতার

আগামী ফেব্রুয়ারির প্রথমার্ধে অনুষ্ঠিত হতে যাওয়া ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের চ্যালেঞ্জ মোকাবিলায় নির্বাচন কমিশন (ইসি) প্রস্তুত রয়েছে- এমনটা জানিয়েছেন সাংবিধানিক প্রতিষ্ঠানটির সিনিয়র সচিব আখতার আহমেদ।

বৃহস্পতিবার (২৮ আগস্ট) রাজধানীর আগারওগাঁও নির্বাচন ভবনের মিডিয়া সেন্টারে এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা জানান।

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের কর্মপরিকল্পনা (রোডম্যাপ) প্রকাশ করে ইসি সচিব বলেন, কর্মপরিকল্পনা যে কাজগুলো আছে- তা একটার সঙ্গে আরেকটা যুক্ত। ইতোমধ্যে কিছু কিছু কাজ শুরু করা হয়েছে। এ কর্মপরিকল্পনা ২৪টি ভাগে ভাগ করা হয়েছে। ভোটগ্রহণের ৬০ দিন আগে তফশিল ঘোষণা করা হবে। সব কাজই আমাদের জন্য চ্যালেঞ্জের। আমরা ভোটসহ সব চ্যালেঞ্জ মোকাবিলায় প্রস্তুত আছি।

এছাড়া, আরও পড়ুনঃ

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More