আফগানিস্তানে আঘাত হানা যত ভয়াবহ ভূমিকম্প

আফগানিস্তানের পূর্বাঞ্চলে পাকিস্তান সীমান্তের কাছে ৬ মাত্রার শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। রোববার (৩১ আগস্ট) রাতে আঘাত হানা এ ভূমিকম্পে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে পাকিস্তান সীমান্তবর্তী কুনার প্রদেশের নোরগাল জেলা। এতে সবশেষ ৬২২ জন নিহতের খবর পাওয়া গেছে।

সংশ্লিষ্ট সরকারি কর্মকর্তাদের বরাতে এ খবর দিয়েছে বার্তাসংস্থা রয়টার্স।

এদিকে আল জাজিরাও বলছে, আফগানিস্তানের স্বরাষ্ট্র মন্ত্রণালয় নিশ্চিত করেছে, ভূমিকম্পে কমপক্ষে ৬২২ জন নিহত এবং ১,৫০০ জনেরও বেশি আহত হয়েছেন।

তবে আফগানিস্তানে এরকম ভয়াবহ ভূমিকম্পের ঘটনা এবারই প্রথম নয়। ভূমিকম্প-প্রবণ দেশটি প্রায়শই মারাত্মক ভূমিকম্প আঘাত হানে বিশেষ করে,হিন্দুকুশ পর্বতমালা, যেখানে ভারতীয় এবং ইউরেশিয়ান টেকটোনিক প্লেটগুলি মিলিত হয়।

চলুন জেনে নেওয়া যাক আফগানিস্তানে কবে কখন ভয়াবহ ভূমিকম্প আঘাত হেনেছিল এবং এতে কতজনের প্রাণহানি হয়েছে।

২০২৩: পশ্চিমাঞ্চলীয় প্রদেশ হেরাতের ৬.৩ মাত্রার ভূমিকম্পে ২০০০ জনেরও বেশি মানুষ নিহত হন।

২০২২: পূর্ব আফগানিস্তানের একটি দুর্গম, পাহাড়ি অঞ্চল শক্তিশালী ভূমিকম্প আঘাত হানে। এতে কমপক্ষে ১,০০০ জন নিহত এবং প্রায় ১,৫০০ জন আহত হন।

২০১৫: আফগানিস্তানের উত্তর-পূর্বে আঘাত হানা একটি ভূমিকম্পে কাবুল এবং উত্তর পাকিস্তানে ২০০ জনেরও বেশি মানুষ নিহত হন।

২০০২: ৬.১ মাত্রার ভূমিকম্পে উত্তর আফগানিস্তানে প্রায় ১,০০০ মানুষ নিহত হন।

১৯৯৮: আফগানিস্তানের প্রত্যন্ত উত্তর-পূর্বে ৬.১ মাত্রার ভূমিকম্প এবং আফটার শকে কমপক্ষে ৪,৫০০ জন নিহত হন।

এছাড়া, আরও পড়ুনঃ

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More