একটা সময় ছিল যখন বলিউড মানেই ঐশ্বরিয়া রাই বচ্চন। সেই ৯০ দশক থেকে শুরু করে আজও তিনি এক ও অদ্বিতীয়। বিগত বছর ধরে অভিনেত্রীর বিয়েবিচ্ছেদের গুঞ্জনে তোলপাড় সামাজিক মাধ্যম। একের পর এক রটনা রটেছে ছড়িয়ে পড়ে সামাজিক মাধ্যমে, শুরু হয় নানা নেটিজেনদের মাঝে আলোচনা-সমালোচনা। যদিও এ নিয়ে এখন পর্যন্ত কোনো কথা বলতে দেখা যায়নি তাকে।
বর্তমানে সাবেক এ বিশ্বসুন্দরী কোটি কোটি টাকার মালিক। তবে আপনি জানেন কি ক্যারিয়ারের শুরুতে মাত্র ১৫০০ রুপির বিনিময়ে যে কাজ করতে হয়েছিল তাকে? ১৯৯৪ সালে মিস ওয়ার্ল্ডের খেতাব জেতেন ঐশ্বরিয়া। এ সাফল্য তাকে আচমকাই ধরা দেয়নি। দীর্ঘদিনের পরিশ্রম, মাথার ঘাম পায়ে ফেলে করতে হয়েছে কঠোর অধ্যবসায়। যে সময় রাইসুন্দরী স্ট্রাগল করছেন, সেই সময় তার কাছে আসে এক মডেলিংয়ের কন্ট্র্যাক্ট।
এক জামাকাপড়ের দোকানের হয়ে মডেলিং করেছিলেন তিনি। সঙ্গে ছিলেন তেজস্বিনী কোহলাপুরে, সোনালি বেন্দ্রের মতো অভিনেত্রীরাও। তখনো অবশ্য বলিউডে পরিচিতি পাননি তারা। ওই কাজের জন্যই ঐশ্বরিয়াকে দেওয়া হয়েছিল মাত্র দেড় হাজার রুপি। ছবিগুলো এখনো নেটমাধ্যমে রয়েছে। দেখলে অভিনেত্রীকে চিনতেই পারবেন না। এরপর কেটেছে কয়েক যুগ। দক্ষতার জোরে নিজেকে বলিউডে প্রতিষ্ঠিত করেছেন অভিনেত্রী।
তবে ‘কান’ ফেস্টিভ্যালে সবাইকে উত্তর দিয়েছিলেন ঐশ্বরিয়া রাই বচ্চন। একমাথা সিঁদুর পরে নিজের সম্পর্কের স্ট্যাটাস স্পষ্ট করে দিয়েছিলেন বচ্চনবধূ। যদিও একশ্রেণির মানুষ তা অপারেশন সিঁন্দুরের সঙ্গে মিলিয়ে দিয়েছিলেন, তবে ঐশ্বরিয়ার সেই পদক্ষেপই রাতারাতি চুপ করিয়ে দিয়েছিল ট্রলারদের মুখ।
মন্তব্যসমূহ বন্ধ করা হয়.