আল-আকসা মসজিদের নিচে গোপন খনন কাজ চালাচ্ছে ইসরাইল

ফিলিস্তিনের দখল করা পূর্ব জেরুজালেমের আল-আকসা মসজিদের নিচে গোপন খনন চালিয়ে ইসলামি প্রত্ননিদর্শন ধ্বংস করছে ইসরাইল। আল-আকসার ঐতিহাসিক পরিচয় মুছে দিয়ে এ শহরকে ইহুদিকরণের ষড়যন্ত্র চলছে বলে অভিযোগ করেছে ফিলিস্তিনি প্রশাসন।

সোমবার (১ সেপ্টেম্বর) বার্তা সংস্থা আনাদোলু এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।

প্রতিবেদনে বলা হয়েছে- ইসরাইল দখলকৃত পূর্ব জেরুজালেমের আল-আকসা মসজিদের নিচে গোপনে খনন চালাচ্ছে এবং ইসলামি নিদর্শন ধ্বংস করছে।

রোববার এক বিবৃতিতে জেরুজালেম গভর্নর কার্যালয় জানায়, ফাঁস হওয়া এক ভিডিওতে দেখা গেছে, ইসরাইলি বাহিনী আল-আকসার নিচে বেআইনি খনন কাজ চালাচ্ছে। এগুলো মুসলমানদের এই স্থানের ন্যায্য মালিকানার জীবন্ত প্রমাণ ও সুস্পষ্ট দলিল। ইসরাইল ইচ্ছাকৃত উমাইয়া যুগের ইসলামি প্রত্ননিদর্শন ধ্বংস করছে।

তাদের দাবি, আল-আকসার ঐতিহাসিক পরিচয় মুছে ফেলার উদ্দেশে এবং কথিত ‘টেম্পল মাউন্ট’ বর্ণনাকে জোরালো করার জন্য ইসরাইল এসব ইসলামি নিদর্শন ধ্বংস করছে।

গভর্নর কার্যালয় সতর্ক করে জানায়, আন্তর্জাতিক তদারকি এড়িয়ে গোপনে এই খননকাজ করা হচ্ছে। এতে মসজিদটির ভিত্তি এবং ঐতিহাসিক স্থাপনার ওপর গুরুতর ঝুঁকি তৈরি হচ্ছে।

বিবৃতিতে অভিযোগ করা হয়, এসব খননের মাধ্যমে ইসরাইল ‘পূর্ব জেরুজালেমকে ইহুদিকরণের পরিকল্পনায় নতুন বাস্তবতা চাপিয়ে দিতে চাইছে’।

আন্তর্জাতিক মহল, জাতিসংঘ ও তার সাংস্কৃতিক সংস্থা ইউনেস্কোকে অবিলম্বে হস্তক্ষেপ করে এসব লঙ্ঘন বন্ধ করা এবং দখলদার ইসরাইলকে জবাবদিহি করার আহ্বান জানায় গভর্নর কার্যালয়।

তবে ফিলিস্তিনিরা সুনির্দিষ্ট খননস্থলের উল্লেখ করেনি, ইসরাইল বহু বছর ধরেই আল-আকসার নিচে সুড়ঙ্গ খুঁড়ছে। ফিলিস্তিনিদের মতে, এসব পূর্ব জেরুজালেমকে ইহুদিকরণের বৃহত্তর পরিকল্পনার অংশ।

আন্তর্জাতিক আইন অনুসারে, আল-আকসা মসজিদের তত্ত্বাবধানের একমাত্র অধিকার জর্ডান-পরিচালিত জেরুজালেম এনডাওমেন্ট কাউন্সিলের।

২০১৩ সালের মার্চে জর্ডানের বাদশাহ দ্বিতীয় আবদুল্লাহ ও ফিলিস্তিনি প্রেসিডেন্ট মাহমুদ আব্বাস এক চুক্তি স্বাক্ষর করেন। এতে জেরুজালেমসহ ফিলিস্তিনের সব পবিত্র স্থানের রক্ষণাবেক্ষণ ও প্রতিরক্ষার দায়িত্ব জর্ডানকে অর্পণ করা হয়।

আল-আকসা মসজিদ মুসলমানদের জন্য বিশ্বের তৃতীয় পবিত্র স্থান। ইহুদিরা একে টেম্পল মাউন্ট নামে অভিহিত করে। ইহুদিদের দাবি, এখানেই তাদের প্রাচীন দুটি মন্দির ছিল। ১৯৬৭ সালের আরব-ইসরাইল যুদ্ধে ইসরাইল পূর্ব জেরুজালেম দখল করে নেয়।

পরে ১৯৮০ সালে তারা পুরো শহরটি সংযুক্ত করে নেয়, যা আন্তর্জাতিক সম্প্রদায় কখনো স্বীকৃতি দেয়নি।

এছাড়া, আরও পড়ুনঃ

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More