ফিলিস্তিনি কর্মকর্তাদের ভিসা না দেওয়ার মার্কিন সিদ্ধান্ত ‘অগ্রহণযোগ্য’: ম্যাক্রোঁ

ফিলিস্তিনি কর্মকর্তাদের ভিসা না দেওয়ার মার্কিন সিদ্ধান্ত ‘অগ্রহণযোগ্য’ বলে মন্তব্য করেছেন ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ। জাতিসংঘে ইসরাইল-ফিলিস্তিন সংঘাত নিয়ে একটি উচ্চ পর্যায়ের বৈঠকে তিনি এ মন্তব্য করেন।

মঙ্গলবার তিনি সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে লেখেন, ‘ফিলিস্তিনি কর্মকর্তাদের ভিসা না দেওয়ার মার্কিন সিদ্ধান্ত অগ্রহণযোগ্য। আমরা এই সিদ্ধান্ত প্রত্যাহারের আহ্বান জানাই এবং হোস্ট কান্ট্রি চুক্তি অনুযায়ী ফিলিস্তিনিদের প্রতিনিধিত্ব নিশ্চিত করার দাবি জানাই।’

ম্যাক্রোঁ জানান, তিনি সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমানের সঙ্গে কথা বলেছেন, যিনি আগামী ২২ সেপ্টেম্বর নিউইয়র্কে অনুষ্ঠিতব্য ‘টু-স্টেট সলিউশন কনফারেন্স’-এ তার সঙ্গে যৌথভাবে সভাপতিত্ব করবেন।

তিনি বলেন ‘আমাদের লক্ষ্য স্পষ্ট: টু-স্টেট সমাধানের জন্য আন্তর্জাতিক সম্প্রদায়ের সর্বোচ্চ সমর্থন নিশ্চিত করা — এটিই ইসরাইলি ও ফিলিস্তিনিদের ন্যায্য আকাঙ্ক্ষা পূরণের একমাত্র উপায়।’

ফরাসি প্রেসিডেন্ট জোর দিয়ে বলেন, ‘টেকসই শান্তির জন্য প্রয়োজন: একটি স্থায়ী যুদ্ধবিরতি, সব জিম্মির মুক্তি, গাজায় ব্যাপক মানবিক সহায়তা পৌঁছানো, এবং সেখানে একটি স্থিতিশীলতা মিশন মোতায়েন করা।’

তিনি আরও বলেন, ‘গাজায় হামাসকে নিরস্ত্র করতে হবে এবং ক্ষমতাচ্যুত করতে হবে। অপরদিকে ফিলিস্তিনি কর্তৃপক্ষকে সংস্কার ও শক্তিশালী করতে হবে।’

ম্যাক্রোঁ আরও বলেন, কোনো আক্রমণ, দখলের চেষ্টা বা জবরদস্তিমূলক বাস্তুচ্যুতি আমাদের গতি থামাতে পারবে না — যুবরাজের সঙ্গে যে গতি তৈরি হয়েছে, তাতে অনেক দেশ ইতিমধ্যে যোগ দিয়েছে।

প্রসঙ্গত, গত সপ্তাহে যুক্তরাষ্ট্র ফিলিস্তিনের শীর্ষ নেতাদের, এমনকি প্রেসিডেন্ট মাহমুদ আব্বাসের ভিসাও বাতিল করেছে, ফলে তারা নিউইয়র্কে জাতিসংঘের বৈঠকে অংশ নিতে পারছেন না। এই সিদ্ধান্ত এমন সময়ে এসেছে, যখন ইউরোপের একাধিক দেশ ফিলিস্তিন রাষ্ট্রকে স্বীকৃতি দেওয়ার প্রস্তুতি নিচ্ছে।

এছাড়া, আরও পড়ুনঃ

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More