গাজায় মুসলিম নিধনের প্রতিবাদে চুয়াডাঙ্গায় বাংলাদেশ খেলাফত যুব মজলিসের বিক্ষোভ

স্টাফ রিপোর্টার:ফিলিস্তিনের গাজায় মুসলিম নিধন ও অবৈধ দখলদারিত্বের প্রতিবাদে চুয়াডাঙ্গায় বাংলাদেশ খেলাফত যুব মজলিসের বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (৫ সেপ্টেম্বর) বাদ জুমা বড়বাজার শহীদ হাসান চত্বরে এই বিক্ষোভ অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন চুয়াডাঙ্গা জেলা যুব মজলিসের সভাপতি মাওলানা আব্দুল হাই।

এসময় বক্তারা বলেন, বিশ্ববাসীর চোখের সামনেই ইজরায়েল একের পর এক বর্বর হত্যাযজ্ঞ চালিয়ে যাচ্ছে। আশ্রয়কেন্দ্রে বিমান হামলা চালিয়ে শত শত নিরীহ নারী, শিশু ও সাধারণ মানুষকে হত্যা করেছে দখলদার ইহুদিবাদী শক্তি। আন্তর্জাতিক সম্প্রদায়ের নিন্দা ও বিক্ষোভ এই সন্ত্রাসী রাষ্ট্রকে প্রতিহত করতে ব্যর্থ হয়েছে।

বক্তারা বলেন, ফিলিস্তিনের মুক্তির একমাত্র পথ হচ্ছে স্বাধীন সার্বভৌম ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠা, যেখানে হামাসসহ প্রতিরোধ বাহিনীগুলোর নেতৃত্বে একটি শক্তিশালী সরকার গঠিত হবে। তথাকথিত দ্বি-রাষ্ট্র সমাধান নয়, বরং ফিলিস্তিনের ঐতিহাসিক ভূমিতে পূর্ণ স্বাধীনতা প্রতিষ্ঠাই একমাত্র গ্রহণযোগ্য সমাধান।

বক্তারা আরও বলেন, বিশ্বের মুসলিম দেশগুলোর প্রতি আহ্বান, ইজরায়েলের বিরুদ্ধে ঐক্যবদ্ধ সামরিক অভিযান পরিচালনার এখনই সময়। গত ৮০ বছর ধরে কেবল নিন্দা প্রকাশের রাজনীতি চলছে, কিন্তু বাস্তবে এর কোনো সুফল আসেনি। তাই ফিলিস্তিনের প্রতিরোধ যোদ্ধাদের সর্বাত্মক সহযোগিতা প্রদান করা মুসলিম বিশ্বের ঈমানী ও নৈতিক দায়িত্ব।

এসময় বক্তারা নোবেল বিজয়ী ড. মুহাম্মদ ইউনুসকে আন্তর্জাতিকভাবে গাজার জন্য কাজ করারও আহ্বান জানান। পাশাপাশি তারা ভারত ও মায়ানমারে মুসলিম নিধন ও গণহত্যার বিরুদ্ধেও বিশ্ববাসীর দৃষ্টি আকর্ষণ করেন।

বক্তারা বলেন, শুধু ফিলিস্তিন নয়, গোটা বিশ্বেই মুসলিম জনগোষ্ঠীকে আজ টার্গেট করা হচ্ছে। তাই একটি বৈশ্বিক ঐক্য গড়ে তোলা ছাড়া মুসলিম জাতির অস্তিত্ব রক্ষা সম্ভব নয়।

বাংলাদেশের সর্বস্তরের জনগণের প্রতি আহ্বান জানিয়ে বক্তারা বলেন, আসুন, আমরা ফিলিস্তিনের মজলুম জনগণের পাশে দাঁড়াই, অর্থ ও সহযোগিতা পাঠিয়ে তাদের প্রতিরোধ সংগ্রামকে শক্তিশালী করি। একইসঙ্গে, মহান আল্লাহর দরবারে দোয়া করি যেন আমরা বিজয়ী ফিলিস্তিনে গিয়েও মসজিদে আকসায় নামাজ আদায় করতে পারি। গাজায় চলমান গণহত্যার বিরুদ্ধে সকলকে সোচ্চার থাকার আহ্বান জানাচ্ছি এবং আজকের আয়োজন সফল করার জন্য সবাইকে ধন্যবাদ জানাচ্ছি।

বিক্ষোভ জমায়েতে বক্তব্য রাখেন ইন্তিফাদা ফাউন্ডেশন চুয়াডাঙ্গা জোনের সভাপতি মাওলানা সাইফুল ইসলাম, বাংলাদেশ খেলাফত যুব মজলিস চুয়াডাঙ্গা জেলা শাখার সভাপতি মাওলানা আব্দুল হাই, সহ-সভাপতি মাওলানা মুতাসিম বিল্লাহ ও সাংগঠনিক সম্পাদক মাওলানা জুনাইদ আল হাবীব প্রমুখ। এছাড়াও উপস্থিত ছিলেন প্রচার সম্পাদক মাওলানা জামাল উদ্দিন, অফিস সম্পাদক মাওলানা আব্দুল্লাহ ও সহ প্রচার সম্পাদক খালিদ হাসান প্রমুখ।

এছাড়া, আরও পড়ুনঃ

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More