শ্রাবন্তী কেন ছোটপর্দায় আসবে: রাজীব

একটা সময় পরিচালক রাজীব বিশ্বাসের সিনেমা মানেই ব্লকবাস্টার। তালিকায় ‘পাগলু’, ‘অমানুষ’, ‘বিক্রম সিংহ’সহ একমুঠো সিনেমা। সব সিনেমা সুপারহিট। কিন্তু সেই পরিচালক দীর্ঘদিন ধরে বড়পর্দা থেকে দূরে। সেই অভাব মেটাতেই কি আবার ফিরছেন তিনি। তাও আবার ধারাবাহিকে। সম্প্রতি একটি গণমাধ্যমের এক সাক্ষাৎকারে সিনেমার আদলে ছোটপর্দার ধারাবাহিক নির্মাণ নিয়ে কথা বলেন রাজীব।

পরিচালক বলেন, বাংলাদেশের পরিস্থিতি আগের থেকে অনেকটাই অন্যরকম। যে কারণে আমার বড় বাজেটের দুটো সিনেমা ‘অপারেশন জ্যাকপট’ আর ‘চিতা’র কাজ মাঝপথে বন্ধ রয়েছে। ওই দুটো সিনেমার কাজ শেষ করে তারপর নতুন সিনেমায় হাত দেব। একটু থেমে তিনি বলেন, ছোটপর্দা থেকে তিনি দূরে নেই। অনেক দিন ধরে প্রযোজনা সংস্থা সুরিন্দর ফিল্মসের ধারাবাহিক পরিচালনার সঙ্গে যুক্ত আছেন তিনি।

নতুন জুটি, নতুন ধারার গল্প নিয়ে আবার ধারাবাহিক পরিচালনায় ফিরছেন রাজীব বিশ্বাস। তার নতুন ধারাবাহিক ‘ও মোর দরদিয়া’ দিয়ে ছোটপর্দায় ফিরছেন রণিতা দাস। অভিনেত্রীর আশা, আবার তিনি জনপ্রিয়তায় ভাসবেন।

কিন্তু রাজীব কেন আবার ধারাবাহিকের দুনিয়ায়? এ প্রসঙ্গে পরিচালক বলেন, ছোটপর্দা ছেড়ে কোনো দিনই যাননি। এই মাধ্যমে কাজ করতে তার ভালো লাগে। যদিও ধারাবাহিকের দুনিয়াও এ মুহূর্তে অনিশ্চিত। আগের মতো এখনকার ধারাবাহিকগুলো আর দীর্ঘ দিন টিকছে না। তা নিয়ে বিন্দুমাত্র মাথাব্যথা নেই রাজীবের।

তিনি বলেন, এক পুরুষ নারীর হাত ছেড়ে দিলে, অন্য পুরুষ কি সহযোগিতার হাত বাড়িয়ে দেয়— এমন স্পর্শকাতর বিষয় নিয়ে এর আগে কখনো ধারাবাহিকে দেখানো হয়নি। নির্মাতা বলেন, আমার মন বলছে, এ রকম অনুভূতির গল্প থেকে দর্শক মুখ ফেরাতে পারবে না।

গতকাল সোমবার (৮ সেপ্টেম্বর) থেকে বোড়াল হাইস্কুলের কাছাকাছি একটি মন্দিরে এ ধারাবাহিকের শুটিং শুরু হয়েছে। অভিনেত্রী রণিতার সঙ্গে তিনিও স্বচ্ছন্দ। তাই কি নতুন করে পরিচালক-নায়িকা জুটিতে? রাজীব বলেন, আমার ধারাবাহিকে মূলত দুই নায়িকা। রণিতা আর সোমাশ্রী। কিন্তু গল্প এগিয়ে নিয়ে যাবেন যিনি, তার কাঁধ শক্ত হওয়া দরকার। সেটি রণিতার মধ্যে রয়েছে।

তিনি বলেন, তা ছাড়া ও-ও অনেক দিন পর ধারাবাহিকে ফিরতে চেয়েছিল। এক নারীর লড়াইয়ের গল্প এর আগেও রণিতা সুন্দরভাবে ফুটিয়েছে। সেসব মাথায় রেখে ওকে বেছে নেওয়া।

এ পরিচালক বলেন, নতুন ধারাবাহিকে তিনি গল্প বলার ধারাটাই বদলে দিয়েছেন। সকলে প্রেম দিয়ে শুরু করে। তার পর বিয়ে, সন্তান, লড়াই, শেষে বিচ্ছেদ। আমি নায়িকার মা হওয়া নিয়ে গল্প শুরু করছি। এ ট্রিটমেন্ট সাধারণত বড়পর্দায় দেখা যায় বলে জানান রাজীব।

মূলত এখন ধারাবাহিকে বড়পর্দার অভিনেতা-অভিনেত্রীরাও অতিথি চরিত্রে দেখা দেন। শ্রাবন্তীকে নিয়ে কি সে রকম কোনো ভাবনা আছে রাজীবের?—এমন প্রশ্নের উত্তরে পরিচালক বলেন, শ্রাবন্তী বড়পর্দায় চুটিয়ে অভিনয় করছে। কেন এখনই ও ছোটপর্দায় আসবে। তিনি বলেন, না, ওকে আমার ধারাবাহিকের জৌলুস বাড়াতে ‘অতিথি’ চরিত্রেও আনব না। একটু থেমে এ নির্মাতা বলেন, শ্রাবন্তীকে পরিচালনা করতে হলে তিনি বড়পর্দার জন্য ওকে নিয়ে সিনেমা বানাবেন।

এছাড়া, আরও পড়ুনঃ

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More