মানিকগঞ্জে সড়ক বিভাজক অপসারণ ও গোলচত্বর পুনর্নির্মাণের দাবি

মানিকগঞ্জ জেলা শহরের প্রবেশদ্বার বাসস্ট্যান্ড এলাকায় সড়ক বিভাজকের কারণে চরম দুর্ভোগে পড়েছেন সাধারণ মানুষ। এ ভোগান্তি নিরসনে সড়ক বিভাজক অপসারণ ও পুরোনো গোলচত্বর পুনর্নির্মাণের দাবিতে মঙ্গলবার সকালে মানববন্ধন করেছেন এলাকাবাসী।

রাজনৈতিক নেতা, ব্যবসায়ী, শিক্ষক, শিক্ষার্থী, পরিবহণ মালিক-শ্রমিকসহ কয়েক হাজার স্থানীয় বাসিন্দা এ কর্মসূচিতে অংশ নেন। সকাল সাড়ে ১০টা থেকে শুরু হয়ে প্রায় দুই ঘণ্টাব্যাপী চলা মানববন্ধনে ঢাকা-আরিচা মহাসড়কের দুই পাশজুড়ে নানা শ্রেণি-পেশার মানুষের ঢল নামে।

এলাকাবাসীর অভিযোগ, আগে থেকেই বাসস্ট্যান্ড এলাকায় গোলচত্বর ছিল, যা দিয়ে জেলা সদরের দক্ষিণাঞ্চলের লাখো মানুষ সহজে যাতায়াত করতেন। প্রায় তিন বছর আগে সড়ক ও জনপথ বিভাগ (সওজ) গোলচত্বর ভেঙে সড়ক বিভাজক নির্মাণ করে। এরপর থেকে যাতায়াত ও ব্যবসা-বাণিজ্যে নেমে আসে চরম ভোগান্তি।

ব্যবসায়ীরা জানান, বাসস্ট্যান্ড এলাকার উত্তরপাশে ব্যবসা-বাণিজ্যে মন্দা দেখা দিয়েছে। সাধারণ মানুষকে জেলা শহরে যেতে দীর্ঘ পথ ঘুরতে হচ্ছে। এতে সময় ও অর্থ দুই দিক দিয়েই ক্ষতির শিকার হচ্ছেন সবাই।

মানববন্ধনে জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য গোলাম আবেদীন কায়সার বলেন, সড়ক বিভাজকের কারণে মানিকগঞ্জ শহরের সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশে ব্যবসা-বাণিজ্যে স্থবিরতা নেমে এসেছে। এতে ব্যবসায়ীরা ক্ষতিগ্রস্ত হচ্ছেন, সাধারণ মানুষ পড়ছেন ভোগান্তিতে। ফুটওভার ব্রিজ থাকলেও বৃদ্ধ, নারী, শিশু ও প্রতিবন্ধীরা সেটি ব্যবহার করতে পারছেন না।

জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মো. জিন্নাহ খান বলেন, সড়ক বিভাজকের কারণে শহরকে কার্যত দুই টুকরো করে ফেলা হয়েছে। প্রতিদিন শিক্ষার্থী ও অফিসগামী মানুষকে চরম ভোগান্তি পোহাতে হচ্ছে।

বক্তারা অবিলম্বে সড়ক বিভাজক অপসারণ করে পুনরায় গোলচত্বর নির্মাণ এবং দীর্ঘমেয়াদি সমাধান হিসেবে ফ্লাইওভার নির্মাণের জোর দাবি জানান।

এ বিষয়ে যোগাযোগ করা হলে মানিকগঞ্জ সড়ক ও জনপথ বিভাগের নির্বাহী প্রকৌশলী মো. শাহরিয়ার আলম বলেন, মানববন্ধনের বিষয়টি অবগত হয়েছি। জনগণের দাবি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে লিখিতভাবে জানানো হবে।

এছাড়া, আরও পড়ুনঃ

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More