ভুল করেছি, তাই সবার কাছে ক্ষমা চাইছি: সোহেল রানা

ঢালিউড কিংবদন্তি অভিনেতা, প্রযোজক ও পরিচালক মাসুদ পারভেজ ওরফে সোহেল রানা দীর্ঘদিন ধরে তিনি সিনেমা থেকে দূরে আছেন। এখন আর তাকে নিয়মিত পর্দায় দেখা যায় না। বয়সের ভারে এখন তিনি বেশিরভাগ সময় বাসাতেই কাটান।

কিন্তু তারপরও তার মনের গভীরে থাকে সিনেমার টান। সহকর্মীদের জন্য মমতা আর দেশবাসীর প্রতি দায়বদ্ধতা এখনো অনুভব করেন বলে জানান এ ড্যাশিং হিরো।

গতকাল রোববার (৭ সেপ্টেম্বর) বিএফডিসিতে প্রয়াত চলচ্চিত্রশিল্পীদের স্মরণে আয়োজিত দোয়া মাহফিলে উপস্থিত হয়ে নতুন ও পুরোনো শিল্পীদের ভিড়ে আবেগে-আপ্লুত সোহেল রানা সে কথা বলেন।

এ বর্ষীয়ান অভিনেতা বলেন, কে কখন চলে যাব, শিওর না। তাই এ সুযোগে আমার সঙ্গে যারা কাজ করেছেন বা ভবিষ্যতে করবেন, আমি যদি কারও প্রতি কোনো অন্যায় বা ভুল করে থাকি, আমি সবার কাছে ক্ষমাপ্রার্থী। কারণ আমি জানি না, কবে চলে যাব।

সোহেল রানা বলেন, আমি ভুল করেছি, ভুল অনেক করেছি। তাই সবার কাছে ক্ষমা চাইছি। যেন মৃত্যুর পর মহান সৃষ্টিকর্তার কাছে নীতি ও আদর্শ নিয়ে দাঁড়াতে পারি।

উল্লেখ্য, অভিনেতা মাসুদ পারভেজ ওরফে সোহেল রানা নায়ক হিসেবে চলচ্চিত্রে আত্মপ্রকাশের পর ব্যাপক পরিচিতি পান। তবে প্রযোজক হিসেবে তার যাত্রা শুরু হয় ১৯৭২ সালে। বাংলাদেশের প্রথম পূর্ণাঙ্গ মুক্তিযুদ্ধভিত্তিক সিনেমা ‘ওরা ১১ জন’ প্রযোজনার মধ্য দিয়েই চলচ্চিত্রে প্রবেশ। যে সিনেমায় কোনো খেলনা অস্ত্র ব্যবহৃত হয়নি।

এরপর ১৯৭৩ সালে কাজী আনোয়ার হোসেনের জনপ্রিয় চরিত্র অবলম্বনে নির্মিত ‘মাসুদ রানা’ সিনেমায় তিনি নায়ক হিসেবে অভিনয় করেন। একই সিনেমার মাধ্যমে মাসুদ পারভেজ নামে পরিচালক হিসেবেও আত্মপ্রকাশ ঘটে তার।

সোহেল রানা ক্যারিয়ারে অসংখ্য জনপ্রিয় সিনেমা উপহার দিয়েছেন। অভিনয়ে অসাধারণ অবদানের জন্য তিনি তিনবার জাতীয় চলচ্চিত্র পুরস্কার অর্জন করেছেন। এ ছাড়া ২০১৯ সালে পান আজীবন সম্মাননা বিভাগে জাতীয় চলচ্চিত্র পুরস্কার।

এছাড়া, আরও পড়ুনঃ

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More