ময়মনসিংহের ভালুকায় দুই বাসের মুখোমুখি সংঘর্ষে দুইজন নিহত হয়েছেন। এ ঘটনায় ১৫ বাসযাত্রী আহত হয়েছেন। ঘটনাটি ঘটেছে শনিবার (১৩ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৭টায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক উপজেলার ভরাডোবা তাফরিদ কটন মিলের সামনে। ঘটনাটি নিশ্চিত করেছেন ভরাডোবা হাইওয়ে থানার অফিসার ইনচার্জ এবিএম মেহদী মাসুদ। নিহত দুই পুরুষের ব্যক্তির পরিচয় এখনো জানা যায়নি।
জানা যায়, ঘটনার সময় উল্টো দিক থেকে আসা ঢাকাগামী শ্যামলী বাংলা পরিবহনের একটি বাস নেত্রকোণাগামী আয়ান রায়ান পরিবহনের অপর একটি বাসের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে শ্যামলী বাংলা পরিবহনের অজ্ঞাত দুই পুরুষ যাত্রী নিহত হন এবং দুই বাসে ১৫ যাত্রী আহত হন।
ভরাডোবা হাইওয়ে থানা পুলিশ স্থানীয়দের সহযোগিতায় আহতদের উদ্ধার করে বিভিন্ন হাসপাতালে প্রেরণ করে। স্থানীয়রা জানায়, মহাসড়কের ঢাকা লেনের ভরাডোবা এলাকায় সংস্কারের কাজ চলায় ওই লেনে যানজট সৃষ্টি হয়। ফলে ভরাডোবার ইউটার্ন থেকে অনেক সময় ঢাকাগামী গাড়িগুলো উল্টো পথে আসে। উল্টো পথে শ্যামলী বাংলা পরিবহনের বাসটি আসায় এ দুর্ঘটনা ঘটে।
মন্তব্যসমূহ বন্ধ করা হয়.