পাঁচদলীয় লিয়াঁজো কমিটির বৈঠক অনুষ্ঠিত

ইসলামী আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় কার্যালয়ে পাঁচদলীয় লিয়াঁজো কমিটির বৈঠক অনুষ্ঠিত হয়েছে। বৈঠকে দেশের বিদ্যমান রাজনৈতিক পরিস্থিতি বিশ্লেষণ করা হয় এবং জুলাই সনদের আইনি ভিত্তি নিশ্চিত করে তার আলোকে জাতীয় নির্বাচন আয়োজনের দাবিতে জনমত গড়ে তোলার সিদ্ধান্ত নেওয়া হয়। এ লক্ষ্যে বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও ধর্মীয় নেতৃত্বের সঙ্গে সাক্ষাতের কর্মসূচি গ্রহণ করা হয়েছে।

বৈঠকে উপস্থিত ছিলেন—খেলাফত মজলিসের মহাসচিব ড. আহমদ আব্দুল কাদের ও যুগ্ম মহাসচিব এডভোকেট জাহাঙ্গীর হুসাইন, বাংলাদেশ খেলাফত মজলিসের মহাসচিব মাওলানা জালালুদ্দিন আহমাদ, নেজামে ইসলাম পার্টির সহ-সভাপতি মাওলানা আব্দুল মাজেদ আতহারী ও মহাসচিব মাওলানা মুসা বিন ইজহার, বাংলাদেশ খেলাফত আন্দোলনের নায়েবে আমীর মাওলানা মুজিবুর রহমান হামিদী ও মহাসচিব মাওলানা ইউসুফ সাদেক হক্কানী, ইসলামী আন্দোলন বাংলাদেশের মহাসচিব অধ্যক্ষ হাফেজ মাওলানা ইউনুস আহমদ ও প্রেসিডিয়াম সদস্য অধ্যাপক আশরাফ আলী আকন।

নেতৃবৃন্দ বলেন, দেশের রাজনৈতিক সংকট উত্তরণে জুলাই সনদ একটি যুগান্তকারী দলিল। এর আইনি ভিত্তি নিশ্চিত করে অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য জাতীয় নির্বাচন আয়োজন করতে হবে। এজন্য জনগণকে সচেতন করা এবং বৃহত্তর রাজনৈতিক ঐক্য গড়ে তোলার ওপর তারা গুরুত্ব আরোপ করেন।

এছাড়া, আরও পড়ুনঃ

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More