বাঁচা-মরার ম্যাচে শ্রীলংকাকে ফিল্ডিংয়ে পাঠিয়েছে আফগানিস্তান

এশিয়া কাপে টিকে থাকতে জয়ের বিকল্প নেই আফগানিস্তানের। শঙ্কা আছে শ্রীলংকারও, রুখতে হবে বড় ব্যবধানের হার। এই ম্যাচে চোখ বাংলাদেশেরও। লংকানরা হেরে গেলেই বিদায় নেবে লিটন ব্রিগেড। এমন ত্রিমুখী সমীকরণের ম্যাচে টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন রশিদ খান।

সংযুক্ত আরব আমিরাতে আবুধাবির জায়েদ ক্রিকেট স্টেডিয়ামে খেলাটি গড়াবে রাত ৮.৩০টায়। শ্রীলংকা তাদের দলে একটি পরিবর্তন রেখেছে। মাহেশ থিকসেনার জায়গায় এসেছেন দুনিথ ওয়াল্লাগে। আফগানরা তাদের একাদশে সব শেষ ম্যাচ থেকে রেখেছে দুটি পরিবর্তন।

মাস্ট-উইন ম্যাচে গুলবাদিন নাইব ও গজনফারের জায়গায় খেলছেন মুজিব উর রহমান ও দারউইস রসুলি।

টি-টোয়েন্টিতে আটবার মুখোমুখি হয়েছে শ্রীলংকা ও আফগানিস্তান। এরমধ্যে লংকানরা পাঁচবার ও আফগানরা তিনবার জয় পেয়েছে। সমীকরণ মেলানোর ম্যাচে লঙ্কানরা একাদশে বদল নাও আনতে পারে, তবে আফগান শিবিরে পরিবর্তন আসতে পারে কয়েকটি।

সমীকরণ বলছে, আফগানিস্তানের বিপক্ষে শ্রীলংকা জিতলেও, লংকানদের সঙ্গে সুপার ফোরে খেলবে বাংলাদেশ। তখন শ্রীলংকার পয়েন্ট হবে ৬, বাংলাদেশের পয়েন্ট থাকবে ৪ এবং আফগানিস্তান ২ পয়েন্ট নিয়ে বিদায় নেবে।

শ্রীলংকার বিপক্ষে জয় পেলে সুপার ফোর নিশ্চিত হবে আফগানিস্তানের। শ্রীলংকা ও বাংলাদেশের পয়েন্ট সমান ৪ করে হলেও রান রেটে সবার চেয়ে এগিয়ে থাকবে আফগানরাই। বর্তমানে আফগানিস্তানের রান রেট ২.১৫০, শ্রীলংকার ১.৫৪৬ ও বাংলাদেশের -০.২৭০।

আফগানিস্তানের জয়ে রান রেটের হিসাবে বসতে হবে বাংলাদেশ ও শ্রীলংকাকে। সেক্ষেত্রে বাংলাদেশের সুপার ফোরে উঠতে আফগানদের কাছে ৭০ রান বা তার বেশি ব্যবধানে এবং ম্যাচের ৫০ বল বাকি থাকতে হারতে হবে শ্রীলংকাকে। এছাড়াও শ্রীলংকা-আফগানিস্তান ম্যাচ যদি পরিত্যক্ত হয়, তাহলে লংকানদের নিয়ে সুপার ফোরে উঠবে বাংলাদেশ।

এছাড়া, আরও পড়ুনঃ

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More