ঐশ্বরিয়া-অভিষেকের বিচ্ছেদ গুঞ্জনের মধ্যে যে তথ্য দিলেন নির্মাতা

বলিউডের জনপ্রিয় তারকা দম্পতি ঐশ্বরিয়া রায়-অভিষেক বচ্চন। এই তারকাদের দাম্পত্য জীবনের টানাপোড়েন নিয়ে বেশ কিছুদিন ধরেই কানাঘুষা চলছে।

বিশেষ করে তাদের একসঙ্গে উপস্থিতি কমে যাওয়া এবং অভিষেকের সামাজিক যোগাযোগমাধ্যমে বিবাহবিচ্ছেদ–সম্পর্কিত একটি পোস্ট। ওই পোস্টে লাইক দেওয়ার ঘটনাকে কেন্দ্র করে সেই জল্পনা আরও জোরালো হয়েছিল।

তবে সম্প্রতি চলচ্চিত্র নির্মাতা প্রহ্লাদ কাক্কার এই গুঞ্জনকে একেবারে ভিত্তিহীন বলে দাবি করেছেন। ভারতীয় গণমাধ্যম ইন্ডিয়ান এক্সপ্রেসের এক প্রতিবেদনে এ তথ্য জানা যায়। সম্প্রতি প্রহ্লাদ কাক্কার হাজির হন ভিকি ললওয়ানির একটি পোডকাস্টে। সেখানেই ঐশ্বরিয়া রায়–অভিষেকের বিষয়ে নতুন তথ্য দিয়েছেন তিনি। মুম্বাইয়ে ঐশ্বরিয়ার মায়ের বাড়ির পাশেই থাকেন প্রহ্লাদ কাক্কার। তাই অভিনেত্রীর সঙ্গে তার দেখাও হয়।

তিনি জানান, ঐশ্বরিয়া প্রায় দিনই তার মায়ের বাড়িতে যান। তার মা অসুস্থ থাকায় এবং স্কুলে মেয়ে আরাধ্যা বচ্চনকে নিয়ে যাওয়ার সময়ের ফাঁকা কিছু ঘণ্টা কাটানোর জন্য তিনি মায়ের সঙ্গে থাকেন। তারপর মেয়েকে নিয়ে সোজা বাড়ি ফিরে যান। এতে কোনো বিচ্ছেদের বা পারিবারিক সমস্যা নেই। তাদের বিচ্ছেদ নিয়ে অযথা ভুল ব্যাখ্যা করা হচ্ছে।

বচ্চন পরিবারের সঙ্গে অভিনেত্রীর দূরত্বের গুঞ্জন সম্পর্কেও প্রহ্লাদ বলেন, লোকেরা বলে- ঐশ্বরিয়া বচ্চন বাড়ি ছেড়ে মায়ের সঙ্গে থাকছেন। এসব নিছক গুজব। রোববার বা ছুটির দিনে তিনি মায়ের বাড়িতে যান না। মাঝে মধ্যে অভিষেকও মায়ের সঙ্গে দেখতে যান। তাহলে বলাই যায়, এর মধ্যে আলাদা হয়ে যাওয়ার মতো কিছু নেই।

প্রহ্লাদের কথায়, তারা কখনও গুজবের জবাব দেন না। সবসময় মর্যাদা রক্ষা করেছেন। এটিই তাদের শক্তি।

প্রসঙ্গত, ২০০৭ সালের ২০ এপ্রিলে বিয়ে করেন ঐশ্বরিয়া-অভিষেক। ২০১১ সালে তাদের একমাত্র কন্যা আরাধ্যর জন্ম। ২০২৪ সালে অনন্ত আম্বানির বিয়েতে ঐশ্বরিয়া এবং তার মেয়ে পরিবারের বাকি সদস্যদের থেকে আলাদাভাবে উপস্থিত হওয়ায় বিচ্ছেদের গুজব আরও বাড়ে। তবে তারা সেই গুজবের কোনো মন্তব্য করেননি।

এছাড়া, আরও পড়ুনঃ

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More