ভারতের জনপ্রিয় ধারাবাহিক ‘ইয়ে রিশ্তা কেয়া কহলাতা হ্যায়’-এর অভিনেতা আশিস কাপুর সম্প্রতি ধর্ষণের অভিযোগে গ্রেফতারের পর জামিন পেয়েছেন। মুক্তির পর এবারই প্রথম তিনি প্রকাশ্যে নিজের অভিজ্ঞতা ও অনুভূতি জানালেন।
পুনে থেকে গ্রেফতারের পর আশিসকে বিচার বিভাগীয় হেফাজতে পাঠানো হয়েছিল। পরে দিল্লির তিস হাজারি আদালত তার জামিন মঞ্জুর করে। জামিনের পর সামাজিক যোগাযোগমাধ্যমে এক পোস্টে তিনি জানান, ‘সম্প্রতি যা ঘটেছে, তার পরিপ্রেক্ষিতে বলতে পারি আমি আপাতত স্বস্তিতে আছি। এই কঠিন অভিজ্ঞতা আমাকে দেশের গণতন্ত্র ও সংবিধানের ক্ষমতার প্রতি আরও দৃঢ় আস্থা দিয়েছে। বিচারব্যবস্থার প্রতি আমার বিশ্বাস আগেও ছিল, এখন সেটি আরও বেড়েছে।’
তিনি আরও বলেন, ‘এই ঘটনা আবারও প্রমাণ করল, শেষ পর্যন্ত সত্যেরই জয় হয়। আসল ঘটনা একদিন না একদিন অবশ্যই প্রকাশ পায়।’
কঠিন সময়ে পাশে থাকার জন্য সবার প্রতি কৃতজ্ঞতা জানিয়ে আশিস লিখেছেন, ‘যারা আমার পাশে ছিলেন, তাদের সবাইকে ধন্যবাদ। একই সঙ্গে দেশের আইনব্যবস্থাকেও ধন্যবাদ জানাই, যা প্রতিটি নাগরিকের অধিকার রক্ষা করে।’
মন্তব্যসমূহ বন্ধ করা হয়.