রামকে নিয়ে আপত্তিকর মন্তব্য, নচিকেতার বিরুদ্ধে যে রায় দিল আদালত

ভারত-বাংলাদেশের জনপ্রিয় গায়ক নচিকেতা চক্রবর্তীর বিরুদ্ধে ধর্মীয় অবমাননার অভিযোগে করা মামলার রায় ঘোষণা করা হয়েছে। বিশ্ব হিন্দু পরিষদের করা মামলাটি কলকাতা হাইকোর্ট খারিজ করে দিয়েছেন।

শুক্রবার (১৯ সেপ্টেম্বর) মামলার রায় ঘোষণা করেন বিচারপতি অজয় কুমার গুপ্ত। বিশ্ব হিন্দু পরিষদের পক্ষে মামলাটি করেছিলেন অনির্বাণ ভট্টাচার্য।

আদালত সূত্রে জানা যায়, নচিকেতার বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত হয়নি। মামলায় শুধু সামাজিক যোগাযোগ মাধ্যমের কিছু ক্লিপিংসকে ভিত্তি হিসেবে আনা হয়েছিল। সেখানে কোনো নির্দিষ্ট তারিখ বা স্থান উল্লেখ নেই।

মামলায় বলা হয়েছিল- নচিকেতা একটি লাইভ শোতে রামকে নিয়ে আপত্তিকর মন্তব্য করেছিলেন। এটি হিন্দু ধর্মাবলম্বীদের অনুভূতিতে আঘাত করেছে। তবে আদালত সেই অভিযোগের যথেষ্ট প্রমাণ পায়নি।

এ বিষয়ে বিচারপতি অজয় কুমার গুপ্ত বলেন, অভিযোগ গুরুতর হলেও কোনোকিছু প্রমাণিত হয়নি। শুধু সামাজিক যোগাযোগ মাধ্যমে সংক্ষিপ্ত ক্লিপিংসের ভিত্তিতেই মামলা দায়ের করা হয়েছে।

এদিকে মামলা খারিজের খবরে স্বস্তি প্রকাশ করেছেন নচিকেতার ভক্তরা। অনেকেই মনে করছেন, রাজনৈতিক উদ্দেশ্যে এ অভিযোগ আনা হয়েছে। পুলিশও গায়ককে হিংসাত্মক বা অপমানজনক কিছু করতে দেখেনি। এর ফলে আদালতের চোখেও দোষী সাব্যস্ত হননি নচিকেতা।

এ ঘটনার কারণে ঢাকায় নির্ধারিত নচিকেতার কনসার্টও স্থগিত হয়েছিল। মামলার রায় প্রকাশের পর এখন সেই অনুষ্ঠান নতুন করে আয়োজনের সম্ভাবনা তৈরি হয়েছে।

এছাড়া, আরও পড়ুনঃ

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More