মেহেরপুর অফিস:মেহেরপুর গাংনী উপজেলার ধর্মচাকী গ্রাম বিএনপির উদ্যোগে কর্মী সমাবেশ ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। আজ শুক্রবার সন্ধ্যায় ৪ নং ধর্মচাকী সরকারী প্রাথমিক বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত হয়।
কর্মী সমাবেশ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাংনী উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও সাহারবাটি ইউনিয়নের বার বার নির্বাচিত সাবেক চেয়ারম্যান আসাদুজ্জামান বাবলু।
তিনি বক্তব্য বলেন,কাগজে কলমের নাম থাকলেই নেতা হওয়া যায় না,যার পেছনে জনগণ আছে সেই নেতা।
তিনি আরও বলেন নির্দলীয় সরকারের অধীনে নির্বাচন, সুষ্ঠু ভোটের পরিবেশ নিশ্চিতকরণসহ বিএনপির দলীয় প্রতীক ধানের শীষের ভোট চেয়ে ধর্মচাকী গ্রামে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয় ।বিক্ষোভ মিছিলের নেতৃত্ব দেন আসাদুজ্জামান বাবলু। কর্মী সমাবেশ অনুষ্ঠানে সঞ্চালনা করেন যুবদল নেতা সাহিবুল ইসলাম।
কর্মী সমাবেশ অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন, সারবাটি ইউনিয়নের সাবেক প্যানেল চেয়ারম্যান বিএনপি নেতা আব্দুল খালেক, বিএনপি নেতা নুরুল ইসলাম, সাইফুল ইসলাম, মুকুল হোসেন, জাব্বারুল ইসলাম, আফাজ উদ্দিন, ফকির, শহিদুল ইসলাম, আজমাইন হোসেন, ফজলুল হক, ইদ্রিত আলী প্রমুখ।
মন্তব্যসমূহ বন্ধ করা হয়.