মেহেরপুর অফিস:মেহেরপুরে রেড ক্রিসেন্ট সোসাইটির উদ্যোগে চার দিনব্যাপী ইউ ডি আর টি (Unit Disaster Response Team) ট্রেনিং এর উদ্বোধন করা হয়েছে। শনিবার সকাল সাড়ে ৯টার সময় মেহেরপুর জেলা পরিষদ মিলনায়তনে এই প্রশিক্ষণের উদ্বোধন অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মেহেরপুর জেলা প্রশাসক ড. মোহাম্মদ আবদুল সালাম। তিনি তার বক্তব্যে বলেন,
“প্রতিটি দুর্যোগে মানবিক সহায়তা প্রদানে রেড ক্রিসেন্টের ভূমিকা অত্যন্ত প্রশংসনীয়। দুর্যোগ মোকাবিলায় প্রশিক্ষিত যুব সমাজই সবচেয়ে বড় সম্পদ। এ ধরনের প্রশিক্ষণের মাধ্যমে তরুণরা মানবসেবায় আরও দক্ষ হয়ে উঠবে।”
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক তরিকুল ইসলাম, সরকারি কমিশনার ও বিজ্ঞ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট শেখ তৌহিদুল কবীর।
অনুষ্ঠান পরিচালনা করেন মেহেরপুর জেলা রেড ক্রিসেন্ট ইউনিটের যুব প্রধান খন্দকার বদরুদ্দোজা। এ সময় আরও উপস্থিত ছিলেন ইউনিট লেভেল অফিসার সাব্বির মিয়া, সহশিক্ষা ও প্রশিক্ষণ বিভাগের বিভাগীয় প্রধান নাছিম হাসান।
প্রশিক্ষক হিসেবে অংশ নেন পিরোজপুর ইউনিটের উপ-যুব প্রধান-১ সানজিদা আক্তার, শরীয়তপুর ইউনিটের যুব সদস্য মোহাইমিনুল হামিম ও আবিদ আল হাসান।
আগামী চার দিনব্যাপী এ প্রশিক্ষণে অংশগ্রহণকারীরা দুর্যোগ ব্যবস্থাপনা, প্রাথমিক চিকিৎসা, উদ্ধার কার্যক্রম ও স্বেচ্ছাসেবামূলক কার্যক্রমের উপর হাতে-কলমে প্রশিক্ষণ গ্রহণ করবেন।
মন্তব্যসমূহ বন্ধ করা হয়.