চুয়াডাঙ্গার মোমিনপুরে এনসিটিএফ-এর বাল্যবিবাহ, শিশুশ্রম ও জন্ম নিবন্ধন বিষয়ক সচেতনতামূলক ক্যাম্পেইন।

স্টাফ রিপোর্টার:চুয়াডাঙ্গা জেলা জাতীয় শিশু অধিকার বাস্তবায়নকারী সংগঠন ন্যাশনাল চিল্ড্রেন’স টাস্ক ফোর্স (এনসিটিএফ) কর্তৃক বাল্যবিবাহ, শিশুশ্রম ও জন্ম নিবন্ধন বিষয়ে সচেতনতামূলক ক্যাম্পেইনের আয়োজন করা হয়েছে। রবিবার (২৮ সেপ্টেম্বর) সকাল ১০টায় মোমিনপুরের নীলমনিগঞ্জ বাজারে অবস্থিত এলিট কোচিং সেন্টারে এই কর্মসূচি অনুষ্ঠিত হয়।

ক্যাম্পেইনের উদ্বোধনী বক্তব্য রাখেন জেলা কমিটির সাংগঠনিক সম্পাদক ইবনে ইউসুফ আল সাফিন। এরপর অংশগ্রহণকারীদের মধ্যে কুইজ প্রতিযোগিতার আয়োজন করা হয়। বিজয়ীদের পুরস্কৃত করার পাশাপাশি সকল অংশগ্রহণকারীদের মাঝে পরিবেশবান্ধব কলম বিতরণ করা হয়।

শিশু অধিকার, স্বাস্থ্য সুরক্ষা, বৈষম্য হ্রাস, জন্ম নিবন্ধনের গুরুত্ব ও বাল্যবিবাহ রোধে করণীয় বিষয়ে আলোচনা করেন শিশু সংসদ সদস্য মেজবাউর রহমান, সাধারণ সম্পাদক সাবিবা বিনতে করিম, শিশু সংসদ সদস্য নিলিমা তাবাসসুম, শিশু গবেষক অর্নক বিশ্বাস, ইয়ুথ মেন্টর গ্রুপের সদস্য নিতু ইসলাম এবং সেভ দ্যা চিল্ড্রেন এর জেলা ভলান্টিয়ার সাইফুল্লাহ সাদিক সৌরভ।

এলিট কোচিং সেন্টারের পরিচালক তমাল আহমেদ বলেন, “শিশুদের অধিকার রক্ষায় এই উদ্যোগ শুধুমাত্র একটি ক্যাম্পেইন নয়, বরং আগামী প্রজন্মকে সুন্দরভাবে গড়ে তোলার বড় পদক্ষেপ। শিশুদের এই উদ্যোগকে আমরা উচ্চ প্রশংসা জানাই।”

ক্যাম্পেইনের সমাপনী পর্বে জেলা কমিটির সভাপতি এস এ সাদিক বিন রহমান পুরস্কার বিতরণ ও শুভেচ্ছা বিনিময়ের মাধ্যমে কর্মসূচির সমাপ্তি ঘোষণা করেন।

ক্যাম্পেইনে জেলা কমিটির সভাপতি এস এ সাদিক বিন রহমান, সহ-সভাপতি সামিয়া সুলতানা, সাধারণ সম্পাদক সাবিবা বিনতে করিম, সাংগঠনিক সম্পাদক ইবনে ইউসুফ আল সাফিন, শিশু গবেষক জেবা তাসনিয়া ও অর্নক বিশ্বাস, শিশু সাংবাদিক ইফফাত তাইয়িবা ইশারা, শিশু সংসদ সদস্য নিলিমা তাবাসসুম, মেজবাউর রহমান রনক, সিয়াম আলীসহ অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন। পাশাপাশি জেলা ভলান্টিয়ার সাইফুল্লাহ সাদিক সৌরভ ও ইয়ুথ মেন্টর গ্রুপের সদস্য নিতু ইসলাম ও নুসরাত জাহান রোজার সার্বিক সহযোগিতা ছিল।

এছাড়া, আরও পড়ুনঃ

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More