স্টাফ রিপোর্টার:চুয়াডাঙ্গা জেলা কারাগারের হাজতি মিলন হোসেন (৩৫) মারা গেছেন। আজ সোমবার ভোররাতে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। তিনি একটি মারামারি মামলার আসামি হিসেবে কারাগারে আবদ্ধ ছিলেন। রাত সাড়ে তিনটার দিকে তিনি স্ট্রোক করেনচুয়াডাঙ্গা জেলা কারাগারের জেলর মো. ফখরউদ্দিন জানান, চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলার চিৎলা গ্রামের বিল্লাল হোসেনের ছেলে মিলন হোসেন গত ৪ সেপ্টেম্বর থেকে চুয়াডাঙ্গা জেলা কারাগারে আবদ্ধ ছিলেন। তিনি একটি মারামারি মামলার আসামি হিসেবে আটক ছিলেন। রাত সাড়ে তিনটার দিকে তিনি হঠাৎ অসুস্থ হয়ে পড়েন। তাকে দ্রুত চুয়াডাঙ্গা সদর হাসপাতালে নেওয়া হলে সেখানে পরীক্ষা নিরীক্ষার পর হাসপাতালে ভর্তি করা হয়।
হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ভোর পৌনে ৫টার দিকে মারা যান মিলন হোসেন। তিনি স্ট্রোক করেছেন বলে হাসপাতালের চিকিৎসক জানিয়েছেন।
মন্তব্যসমূহ বন্ধ করা হয়.