মেহেরপুরে ভু-সম্পত্তি উদ্ধার কমিটির সভা অনুষ্ঠিত

মেহেরপুর অফিস:মেহেরপুর জেলা প্রশাসনের উদ্যোগে ভু-সম্পত্তি জবরদখল থেকে উদ্ধার সংক্রান্ত জেলা কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার (২৮ সেপ্টেম্বর) সকালে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এ সভার আয়োজন করা হয়।

সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক ড. মোহাম্মদ আবদুল ছালাম। তিনি বলেন, সরকারি ও বেসরকারি ভু-সম্পত্তি জবরদখল থেকে মুক্ত করতে হলে সকল দপ্তরের সমন্বিত উদ্যোগ প্রয়োজন। একই সঙ্গে আইনি ও প্রশাসনিক পদক্ষেপ গ্রহণের মাধ্যমে দীর্ঘদিন ধরে অবৈধভাবে দখলকৃত সম্পত্তি উদ্ধার করার কাজ অব্যাহত থাকবে।

এ সময় বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক তাজওয়ার আকরাম সাখাপি ইবনে সাজ্জাদ, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) পার্থ প্রতিম শীল, সদর উপজেলা নির্বাহী অফিসার মোঃ খায়রুল ইসলাম, গাংনী উপজেলা নির্বাহী অফিসার মোঃ আনোয়ার হোসেন এবং মুজিবনগর উপজেলা নির্বাহী অফিসার পলাশ মন্ডল।

বক্তারা বলেন, ভু-সম্পত্তি উদ্ধার শুধু সরকারের সম্পদ রক্ষার জন্য নয়, সাধারণ মানুষের অধিকার সুরক্ষার জন্যও গুরুত্বপূর্ণ। এজন্য জেলা ও উপজেলা পর্যায়ের সকল প্রশাসনিক কর্মকর্তা, জনপ্রতিনিধি এবং স্থানীয় জনগণের সক্রিয় অংশগ্রহণ অপরিহার্য।

সভায় জেলার বিভিন্ন স্থানে দখলকৃত সম্পত্তির তালিকা, দখলমুক্ত করার কৌশল এবং ভবিষ্যৎ কর্মপরিকল্পনা নিয়ে বিস্তারিত আলোচনা হয়।

এছাড়া, আরও পড়ুনঃ

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More