মেহেরপুর অফিস:মেহেরপুর জেলা কার্যালয়ের উদ্যোগে পরিচালিত মাদকবিরোধী অভিযানে ৩ কেজি গাঁজাসহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে পুলিশ।
রবিবার (২৮ সেপ্টেম্বর) রাত ১০টার সময় মেহেরপুর সদর থানাধীন মদনডাঙ্গা-নওপাড়া এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে নেতৃত্ব দেন উপ-পরিদর্শক (এসআই) মোঃ রহমত আলী ।
গ্রেফতারকৃত যুবক মোঃ রাকিবুল ইসলাম ডেনি (২৩)। তিনি মৃত মোহন আলীর ছেলে ও মর্জিনা খাতুনের সন্তান। তার বাড়ি সদর উপজেলার শ্যামপুর গ্রামে ।
(২৯ সেপ্টেম্বর) গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে মেহেরপুর সদর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।
মন্তব্যসমূহ বন্ধ করা হয়.