মহেশপুর নবজাতক বিক্রির সহযোগিতা করার অপরাধে ক্লিনিক মালিককে ৬ মাসের জেল এবং এক লক্ষ টাকা জরিমানা ও ক্লিনিক সিলগালা করলো ভ্রাম্যমান আদালত।
মহেশপুর প্রতিনিধি:ঝিনাইদহের মহেশপুরে নবজাতক বিক্রির সহযোগিতা করার অপরাধে ক্লিনিক মালিককে ৬ মাসের জেল ও এক লক্ষ টাকা জরিমানা সহ ক্লিনিক সিলগালা করলো ভ্রাম্যমান আদালত।
মহেশপুর থানা ও ভ্রাম্যমান আদালত সুত্রে জানা যায়, মহেশপুর উপজেলার বাকোশপোতা মোড়ে পেয়ারলেস ক্লিনিকে সুমাইয়া নামে এক নারী সিজার করে ৩০/৯/২৫ ইং তারিখে একটি পুত্র সন্তান হয়। ৬ মাস আগে তার স্বামী মারা যায়। অভাব অনটনের কারণে বিদেশ থাকে এক ব্যক্তির কাছে ৬৫ হাজার টাকায় বিক্রি করে দেয় এতে সহায়তা করে ঐ ক্লিনিকের আয়া। বিষয়টি জানা জানি হলে। বিকালে মহেশপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও উপজেলা পঃ পঃ কর্মকর্তা ডাঃ হেলেনা আক্তার নিপা ঘটনা স্থলে যেয়ে এর সত্যতা পেলে ক্লিনিকের মালিক সেলিম রেজা বাবুকে ভ্রাম্যমান আদালত পরিচালনা করে নির্বাহী ম্যাজিস্টেট খাদিজা আক্তার ৬ মাসের জেল ১লক্ষ টাকা জরিমানা করে এবং ক্লিনিক সিলগালা করে দেন ও আয়ার ইসমাতারার বিরুদ্ধে নিয়মিত মামলা করার জন্য মহেশপুর থানায় সোপর্দ করেন। নবজাতকটি ফরিদ পুর থেকে একজন এসে নিয়ে গেছে। প্রসুতি মা বলেন তাকে দত্তক দিয়েছে তারা খুশি করে খরচের টাকা দিয়েছে। উপজেলা নির্বাহী অফিসার জানিয়েছেন সন্তান উদ্ধারের জন্য মহেশপুর থানাকে বলা হয়েছে।
মন্তব্যসমূহ বন্ধ করা হয়.