মেহেরপুরের ক্যাসিনো সম্রাট লিপু সাতক্ষীরায় আটক

মেহেরপুর অফিস :মেহেরপুরের অনলাইন ক্যাসিনো সম্রাট মোরশেদুল আলম লিপুকে আটক করেছে সাতক্ষীরা পুলিশ। গতকাল শুক্রবার রাত সাড়ে ৩টার দিকে মন্টু মিয়ার বাগানবাড়িতে অভিযান চালিয়ে সাতক্ষীরা ডিবি পুলিশ তাকে আটক করে। আটককৃত অনলাইন ক্যাসিনোর সম্রাট মোরশেদুল আলম লিপু গাজী (২৮) মেহেরপুর জেলার মুজিবনগর থানাধীন মোনাখালী ইউনিয়নের শিবপুর গ্রামের মোঃ জিনারুল ইসলামের ছেলে।

বিষয়টি নিশ্চিত করেছেন সাতক্ষীরা পুলিশের ডিআইওয়ান।

এলাকাবাসী জানান, মাইনুল ইসলামের বাবা একজন মৎস্যজীবী। মাছ বিক্রি করে সংসার চালাতেন। ছেলে মাইনুলের বৈধ কোনো আয়ের পথ না থাকলেও অল্প দিনে ফুলে ফেঁপে উঠেছে। অনলাইন ক্যাসিনো দিয়ে কোটি কোটি টাকার মালিক বনে গেছে মাইনুল। রয়েছে দামী গাড়ী, কয়েকটি মোটরবাইক, স্ত্রীর নামে ৪০ ভরি স্বর্ণের গহনা, ব্যাংকে দৃশ্যমান কোটি টাকা।

খোঁজ নিয়ে জানা গেছে, মাইনুল কিছুদিন আগেও সিরাজগঞ্জে তাঁতের কাজ করতেন। সেখান থেকে এলাকায় ফিরে এসে অটোরিকশা চালিয়ে সংসার চালাতো। লিপুর সহযোগিতায় চলতি বছরের ২৭ জুলাই সন্তোষপুর ইউনিয়নের চেয়ারম্যান পদে উপনির্বাচনে তিনি চেয়ারম্যান প্রার্থী হিসেবে চশমা প্রতীক নিয়ে প্রতিদ্বন্দ্বীতা করার কথা থাকলেও দেশের অস্থিতিশীল পরিবেশের কারণে সেই নির্বাচন স্থগিত হয়ে যায়।

রাশিয়া থেকে পরিচালিত এসব অনলাইন জুয়ার সাইট ও অ্যাপস তাদের এজেন্টদের মাধ্যমে ছড়িয়ে পড়েছে মেহেরপুর জেলা শহর থেকে প্রত্যন্ত গ্রাম পর্যায়ে পর্যন্ত। এসব জুয়ার সাইট ও অ্যাপস ভার্চুয়ালি জুয়া খেলায় একেকটি এজেন্টের মাধ্যমে মাসে ৩ থেকে ৪ কোটি টাকা বিদেশে পাচার হয়ে যাচ্ছে। মেহেরপুরে জেলা শহরসহ গাংনী এবং মুজিবনগর এলাকার তরুণদের বড় অংশই এখন জুয়ার সাইট পরিচালনায় যুক্ত আছেন।

এছাড়া, আরও পড়ুনঃ

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More