“জুলাই সনদের আইন ভিত্তি ও পিআর সহ ৫ দফা দাবিতে ইসলামী আন্দোলন চুয়াডাঙ্গা শাখার মানববন্ধন”

স্টাফ রিপোর্টার:চুয়াডাঙ্গা: জুলাই জাতীয় সনদের আইনি ভিত্তি প্রদান, পিআর (Proportional Representation) পদ্ধতিতে নির্বাচন এবং ফ্যাসিস্ট সরকারের জুলুম-গণহত্যার বিচারসহ ৫ দফা দাবিতে আজ, ১৫ অক্টোবর, ২০২৫ ইং, বুধবার, ইসলামী আন্দোলন বাংলাদেশ চুয়াডাঙ্গা জেলা শাখার উদ্যোগে প্রেসক্লাব চুয়াডাঙ্গার সামনে মানববন্ধন অনুষ্ঠিত হয়।

সংগঠনের জেলা সভাপতি হাসানুজ্জামান সজিব বলেন, ‘জুলাই সনদের আইনি ভিত্তি দিয়ে পিআর পদ্ধতিতে জাতীয় নির্বাচন দিতে হবে। বিগত ৫৪ বছরে আওয়ামী লীগ, বিএনপি, জাতীয় পার্টি মানুষের মৌলিক অধিকার প্রতিষ্ঠায় ব্যর্থ হওয়ায় মৌলিক অধিকার আদায়ের জন্যই জুলাই বিপ্লব হয়েছে।’
দাবিগুলোর মধ্যে ছিল জুলাই জাতীয় সনদ বাস্তবায়ন আদেশ ও গণভোটের আয়োজন।
আগামী জাতীয় নির্বাচনে উভয় কক্ষে পিআর পদ্ধতি প্রবর্তন। গ্রহণযোগ্য নির্বাচনের লক্ষ্যে লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত করা।
জুলুম-নির্যাতন, গণহত্যা ও দুর্নীতির দৃশ্যমান বিচার।
জাতীয় পার্টি ও ১৪ দলের কার্যক্রম নিষিদ্ধ করা।
বিশেষ অতিথি মাওলানা জহুরুল ইসলাম আজিজী গণহত্যা ও দুর্নীতির জন্য জড়িতদের মৃত্যুদণ্ড চেয়ে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের মাধ্যমে বিচারের দাবি জানান। সেক্রেটারি মোহাম্মাদ তুষার ইমরান সরকার জুলাই চেতনা জাতীয়ভাবে স্বীকৃতি দিতে সনদ বাস্তবায়ন আদেশ ও গণভোটের গুরুত্ব তুলে ধরেন। অন্যান্য নেতৃবৃন্দ বলেন, ৫ দফা দাবিগুলো ভবিষ্যৎ বাংলাদেশকে স্থিতিশীল রাখতে ‘জাতির মুক্তির সনদ’ হিসেবে কাজ করবে।

এছাড়া, আরও পড়ুনঃ

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More