আ. লীগের সাংগঠনিক সম্পাদককে এনসিপির সমন্বয়কারী করে কমিটি, দুদিন পর স্থগিত

স্টাফ রিপোর্টার:চুয়াডাঙ্গা সদরের নেহালপুর ইউনিয়নে সদ্য ঘোষিত জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কমিটি নিয়ে দেখা দিয়েছে তীব্র বিতর্ক। ইউনিয়ন পর্যায়ে ৪০ সদস্য বিশিষ্ট নতুন কমিটি অনুমোদনের মাত্র দুই দিন পরই তা স্থগিত ঘোষণা করা হয়েছে। মূলত কমিটির প্রধান সমন্বয়কারী হিসেবে যিনি দায়িত্ব পেয়েছিলেন, তিনি পূর্বে আওয়ামী লীগের একজন পদধারী নেতা ছিলেন। এই অভিযোগ ওঠার পর সংগঠনের অভ্যন্তরে ব্যাপক সমালোচনার ঝড় বইতে শুরু করে।

বিতর্ক শুরু হয় গত সোমবার (২০ অক্টোবর) নেহালপুর ইউনিয়ন এনসিপি কার্যালয় উদ্বোধনের পর থেকেই। ওইদিন উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা এনসিপির বিভিন্ন পর্যায়ের নেতা, সদর উপজেলা প্রধান সমন্বয়কারী মিজানুর আরেফিন, যুগ্ম সমন্বয়কারী আমির হোসেন সমীর, জেলা সদস্য তানভীর রহমান অনিক, দর্শনা উপজেলা সদস্য সোহেল পারভেজ এবং জীবননগর উপজেলা সদস্যসহ অনেকে।

কিন্তু ঘোষণার কিছুক্ষণের মধ্যেই সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে প্রধান সমন্বয়কারী সাইফুল ইসলামের নাম ও পরিচয় নিয়ে প্রশ্ন। জানা যায়, তিনি নেহালপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক পদে ছিলেন। বিষয়টি নিশ্চিত হওয়ার পরই জেলা নেতৃত্বে শুরু হয় ক্ষোভ ও বিব্রতকর পরিস্থিতি।

এরই পেক্ষিতে আজ বুধবার (২২ অক্টোবর) চুয়াডাঙ্গা জেলার শাখার এনসিপির প্রধান সমন্বয়কারী খাজা আমিরুল বাশার বিপ্লব সাক্ষরিত গণমাধ্যমে পাঠানো এক বিজ্ঞপ্তিতে জানান, গত ২০ অক্টোবর জাতীয় নাগরিক পার্টি চুয়াডাঙ্গা জেলার চুয়াডাঙ্গা সদর উপজেলার নেহালপুর ইউনিয়ন কমিটি অনুমোদন করা হয়। অনিবার্য কারণে অদ্য ২২ অক্টোবর চুয়াডাঙ্গা সদর উপজেলা নেহালপুর ইউনিয়ন কমিটি স্থগিত ঘোষণা করা হলো। পরবর্তী আনুমোদন না দেওয়া পর্যন্ত চুয়াডাঙ্গা সদর উপজেলা নেহালপুর ইউনিয়ন কমিটির সমস্ত কার্যক্রম স্থগিত থাকিবে।

বুধবার রাতে চুয়াডাঙ্গা জেলা জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) প্রধান সমন্বয়কারী খাজা আমিরুল বাশার বিপ্লব রেডিও চুয়াডাঙ্গাকে এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, আমাকে স্থানীয়ভাবে একাধিক ব্যক্তি ছবিসহ জানায় যে, নবঘোষিত কমিটির প্রধান সমন্বয়কারী সাইফুল ইসলাম আসলে নেহালপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ছিলেন। আমি আগে বিষয়টি জানতাম না। যাচাই-বাছাইয়ের পর কমিটিটি স্থগিতের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

তিনি আরও জানান, আগামী শনিবার জেলা কমিটির নেতাদের সঙ্গে বসে আমরা বিষয়টি নিয়ে বিস্তারিত আলোচনা করব। এরপর চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে।

সদ্য কমিটিতে স্থান পাওয়া তুহিন নামের একজন যুগ্ন সময়ন্বয়কারী রেডিও চুয়াডাঙ্গাকে নিশ্চিত করে বলেন, সাইফুল ইসলাম নেহালপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ছিলেন। তবে আমরা কমিটি স্থগিতের বিষয়ে অবগত নয়। আওয়ামী লীগের একজন নেতা কীভাবে ইউনিয়ন এনসিপির কমিটিতে প্রধান সমন্বয়কারী হতে পারেন এমন প্রশ্নের জবারে তিনি বলেন, এটা যার যার ব্যক্তিগত ব্যাপার। হয়তো আওয়ামী লীগ করার কারণে সাহায্যের জন্য এনসিপিতে আসতে পারেন তিনি। আর আওয়ামী লীগ করতেন, তবে এখন এনসিপি করতে পারেন না বলে প্রশ্ন রাখেন এই নেতা।

এএইচ

এছাড়া, আরও পড়ুনঃ

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More