মনোনয়ন নিশ্চিতের পর প্রথম গণসংযোগে জনতার ঢল: খাদিমপুরে ধানের শীষের পক্ষে উৎসব আপনাদের অংশগ্রহণই ধানের শীষের বিজয় বার্তা দিচ্ছে-শরীফুজ্জামান শরীফ
গণসংযোগকালে মো: শরীফুজ্জামান শরীফ বলেন, ‘আমার ভাই ও বোনেরা, এই যে জনতার ঢল, এই স্বতঃস্ফূর্ত ভালোবাসা—এটাই আমাদের আসল শক্তি! আমি শুধু একা মনোনয়ন পাইনি, চুয়াডাঙ্গা-১ আসনের প্রতিটি সংগ্রামী নেতা-কর্মী ও সমর্থক এই মনোনয়ন পেয়েছেন। আপনারা গত ১৭ বছর ধরে যে মামলা, হামলা সহ্য করেছেন, যে রক্ত ঝরিয়েছেন, এই বিজয় তারই স্বীকৃতি!”
তিনি বলেন, ‘আমাদের নেতা তারেক রহমান পরিষ্কার বলে দিয়েছেন, এখন আর পিছিয়ে থাকার সময় নেই। আমরা কেবল ক্ষমতা চাই না, আমরা রাষ্ট্রের প্রতিটি কাঠামোর মেরামত চাই। আমাদের ৩১ দফা হলো এই দেশের কৃষক, শ্রমিক ও সাধারণ মানুষের অর্থনৈতিক ও গণতান্ত্রিক মুক্তির দলিল। আমি আপনাদের মাঝে এসেছি এই মুক্তির বার্তা দিতে। আপনারা আর ভয় পাবেন না। আমি আপনাদের কথা দিচ্ছি, এই দুঃসময়ে যারা আমাদের পাশে ছিল, বিজয়ী হওয়ার পর সরকার গঠন করলে তাদের সব কষ্টের জবাব দেওয়া হবে। আপনাদের অংশগ্রহণই ধানের শীষের বিজয় বার্তা দিচ্ছে। এখন শুধু প্রয়োজন ঐক্যবদ্ধভাবে ভোট পর্যন্ত মাঠে থাকা।’
মন্তব্যসমূহ বন্ধ করা হয়.