মেহেরপুরে শ্বশুর হত্যার দায় জামাতা আলমগীর হোসেনের যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড

মেহেরপুর প্রতিনিধি:মেহেরপুরে শ্বশুর হ*ত্যা*য় জামাতা আলমগীর হোসেনের যা/ব/জ্জী/ব/ন সশ্রম কারা*দণ্ড ৫০ হাজার টাকা জরিমানা ও অনাদায় দুই বছর জেল দিয়েছে মেহেরপুর দায়রা জজ আদালত।

আজ বৃহস্পতিবার মেহেরপুর দায়রা জজ আদালতের বিচারক এস এম নাসিম রেজা শ্বশুর হত্যার দায়ে মেহেরপুর সদর উপজেলার রামনগর কলোনি পাড়ার সোহরাব হোসেনের ছেলে আলমগীর হোসেনকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড ৫০ হাজার টাকা জরিমানা ও অনাদায় ২ বছর জেল দিয়েছে।

মামলার বিবরণী থেকে জানা যায় যে, মেহেরপুর সদর উপজেলার কলোনি পাড়ার সোহরাব হোসেনের ছেলে আলমগীর হোসেনের সাথে একই এলাকার বুলবুলি খাতুনের বিয়ে হয়। বিয়ের পর থেকে সে ২ লাখ টাকা যৌতুক দাবি করে আসে। পরে তাকে ৭০ হাজার টাকা দেয়া হলেও স্ত্রীর উপর নির্যাতন চলতে থাকে। একপর্যায়ে স্ত্রী মেহেরপুর আদালতে নারী নির্যাতন মামলা দায়ের করে। আদালতের আদেশে পুলিশ তাকে গ্রেফতার করে জেলা হাজতে প্রেরণ করেন।

২০১৬ সালে সে জামিনে মুক্ত হয়ে ধারালো অস্ত্র দিয়ে তার শ্বশুরকে কুপিয়ে জখম করে। এলাকাবাসী তাকে উদ্ধার করে মেহেরপুর সদর হাসপাতালে ভর্তি করে। কর্তব্যরত চিকিৎসকগণ তাকে উন্নত চিকিৎসার জন্য রাজশাহী রেফার করে এবং সেখানে তার মৃত্যু হয়।

পরবর্তীতে স্ত্রীবাদী হয়ে মেহেরপুর সদর থানায় একটি হত্যা মামলা দায়ের করে। মামলা নম্বর- ২১/২০২৬।

আজ মেহেরপুর জেলা দায়রা জজ আদালত সাক্ষ্যপ্রমাণের ভিত্তিতে আলমগীর হোসেনকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড ৫০ হাজার টাকা জরিমানা ও অনাদায় ২ বছর জেল দিয়েছে।

এছাড়া, আরও পড়ুনঃ

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More