মেহেরপুর ১ আসনের মনোনয়ন পুনর্বিবেচনার দাবিতে মহিলা দলের বিক্ষোভ মিছিল

মেহেরপুর প্রতিনিধি:মহেরপুর-১ আসনের মনোনয়ন পুনর্বিবেচনার দাবিতে বিক্ষোভ মিছিল করেছে জেলা মহিলা দল।

বৃহস্পতিবার (৬ নভেম্বর) রাত আটটার দিকে মেহেরপুর জেলা বিএনপির কার্যালয় থেকে বিক্ষোভ মিছিলটি শুরু হয়। মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে জেলা প্রেসক্লাবের সামনে গিয়ে শেষ হয়।

মেহেরপুর জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক রোমানা আহম্মেদ এর নেতৃত্বে অনুষ্ঠিত এ বিক্ষোভ মিছিলে অংশ নেন জেলা মহিলা দলের সহ-সভাপতি সাবিহা সুলতানা, জেলা বিএনপির মহিলা বিষয়ক সম্পাদিকা নাজমুন নাহার রিনা, ৪ নম্বর ওয়ার্ড পৌর বিএনপির সভাপতি সালমা খাতুন, আমঝুপি ইউনিয়নের ৪, ৫ ও ৬ নম্বর ওয়ার্ডের মহিলা সদস্য মেরিনা খাতুন, মহিলা দল নেত্রী নবীনা মল্লিক, শিমু খাতুন, নাজু, পিয়ারী খাতুন, মুক্তা, রাকিবা, চায়না, কনা, জতি, লাবনীসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।

বিক্ষোভ শেষে সংক্ষিপ্ত সমাবেশে বক্তারা বলেন,“তৃণমূলের মতামত উপেক্ষা করে যারা মনোনয়ন দিয়েছে, তাদের সিদ্ধান্ত অবিলম্বে পুনর্বিবেচনা করতে হবে। মেহেরপুর-১ আসনের জনগণ যোগ্য ও জনপ্রিয় প্রার্থী চায়, দলীয় কোন্দল নয়।”

তারা আরও বলেন,“দলকে শক্তিশালী করতে হলে তৃণমূলের নেতাকর্মীদের মতামতকে সর্বোচ্চ গুরুত্ব দিতে হবে। অন্যথায় সংগঠনের ঐক্য বিনষ্ট হবে।”

বিক্ষোভ শেষে নেত্রীবৃন্দ মনোনয়ন পুনর্বিবেচনার দাবি জানিয়ে কেন্দ্রীয় নেতৃত্বের প্রতি আহ্বান জানান।

এছাড়া, আরও পড়ুনঃ

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More