খেলাধুলাই হোক তারুণ্যের প্ল্যাটফর্ম: প্রগতি সংঘের ফাইনাল ম্যাচে শরীফুজ্জামান শরীফ ‘সুস্থ জাতি গঠনে ৩১ দফায় ক্রীড়া-সংস্কৃতির প্রতি বিশেষ নজর’

স্টাফ রিপোর্টার:নির্বাচনী প্রচারণার তীব্র ব্যস্ততার মাঝেও চুয়াডাঙ্গা-১ আসনের বিএনপি মনোনীত প্রার্থী জেলা বিএনপির সাধারণ সম্পাদক মো: শরীফুজ্জামান শরীফ খেলাধুলা ও তারুণ্যের উদ্দীপনার প্রতি তাঁর আন্তরিক সমর্থন ব্যক্ত করলেন। তিনি গতকাল শনিবার বিকেলে আলমডাঙ্গা উপজেলার আইলহাঁস-লক্ষীপুর মাধ্যমিক বিদ্যালয় মাঠে ফুটবল টুর্নামেন্টের ফাইনাল ম্যাচে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। এই উপস্থিতি প্রমাণ করে, বিএনপি’র রাজনীতি শুধু মাঠের নয়, তরুণ প্রজন্মকে সুস্থ ও কর্মোদ্যম রাখতেও দল সমানভাবে যত্নশীল।
খেলাটির আয়োজন করে স্থানীয় প্রগতি সংঘ। সংগঠনটির সভাপতি মোঃ খোয়াজ আলী মাস্টার এবং সাধারণ সম্পাদক চান আলী-এর তত্ত্বাবধানে সফলভাবে সম্পন্ন হয় এই ফাইনাল ম্যাচ। খেলায় নির্ধারিত সময়ে ১-১ গোলে ড্র হওয়ার পর, টাইব্রেকারে হাড়োকান্দি ফুটবল একাদশ জয়লাভ করে তুলা লায়নস ক্লাব-কে পরাজিত করে।
যুব সমাজ এবং খেলোয়াড়দের উদ্দীপনা দেখে মো: শরীফুজ্জামান শরীফ বলেন, ‘খেলাধুলা হলো তারুণ্যের শক্তি এবং আমাদের জাতীয় ঐক্যের প্রতীক। যখন আপনারা মাঠে কাঁধে কাঁধ মিলিয়ে লড়াই করেন, তখন সেখানে কোনো বিভেদ থাকে না, থাকে শুধু সংহতি। এই যে উদ্দীপনা, এই যে সুস্থ প্রতিযোগিতা—এটাই একটি সুস্থ জাতি গঠনের মূল ভিত্তি।’
তিনি আরও বলেন, ‘আমরা শুধু গণতন্ত্র পুনরুদ্ধারের স্বপ্ন দেখি না, আমরা চাই একটি সুস্থ ও সমৃদ্ধ বাংলাদেশ। আমাদের নেতা তারেক রহমান যে ৩১ দফা রাষ্ট্র কাঠামো সংস্কার রূপরেখা দিয়েছেন, সেখানেও ক্রীড়া ও সংস্কৃতির পৃষ্ঠপোষকতার প্রতি বিশেষ নজর দেওয়া হয়েছে। আমরা বিশ্বাস করি, তরুণদের খেলাধুলার সুযোগ সৃষ্টি করা গেলে তারা মাদক ও খারাপ কাজ থেকে দূরে থাকবে। বিএনপি ক্ষমতায় গেলে আমরা গ্রামীণ পর্যায় পর্যন্ত খেলার মাঠ ও সরঞ্জাম নিশ্চিত করব, যাতে প্রতিভাবান দলগুলো আরও সুযোগ পায়।”
তিনি বলেন, ‘আপনারা যারা খেলাধুলা করেন, আপনারাই আমাদের ভবিষ্যৎ। আপনারা ঐক্যবদ্ধভাবে ধানের শীষকে সমর্থন করুন। আমরা আপনাদের পাশে থাকব এবং খেলাধুলার মাধ্যমে একটি সুস্থ, সবল ও উন্নত চুয়াডাঙ্গা গড়ব।”
জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক মোমিন মালিতার সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক সফিকুল ইসলাম পিটু, আলমডাঙ্গা উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি আখতার হোসেন জোয়ার্দ্দার, সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম রোকন, আইলহাস ইউনিয়ন বিএনপির সভাপতি ও চেয়ারম্যান মিনাজ উদ্দিন বিশ্বাস, ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক হারুন অর রশিদ বিশ্বাস, বিএনপি নেতা সেলিমুল হাবিব সেলিম এবং ফিরোজ সরোয়ার রোমান সহ স্থানীয় নেতৃবৃন্দ।
এছাড়া, আরও পড়ুনঃ

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More