খেলাধুলাই হোক তারুণ্যের প্ল্যাটফর্ম: প্রগতি সংঘের ফাইনাল ম্যাচে শরীফুজ্জামান শরীফ ‘সুস্থ জাতি গঠনে ৩১ দফায় ক্রীড়া-সংস্কৃতির প্রতি বিশেষ নজর’
তিনি আরও বলেন, ‘আমরা শুধু গণতন্ত্র পুনরুদ্ধারের স্বপ্ন দেখি না, আমরা চাই একটি সুস্থ ও সমৃদ্ধ বাংলাদেশ। আমাদের নেতা তারেক রহমান যে ৩১ দফা রাষ্ট্র কাঠামো সংস্কার রূপরেখা দিয়েছেন, সেখানেও ক্রীড়া ও সংস্কৃতির পৃষ্ঠপোষকতার প্রতি বিশেষ নজর দেওয়া হয়েছে। আমরা বিশ্বাস করি, তরুণদের খেলাধুলার সুযোগ সৃষ্টি করা গেলে তারা মাদক ও খারাপ কাজ থেকে দূরে থাকবে। বিএনপি ক্ষমতায় গেলে আমরা গ্রামীণ পর্যায় পর্যন্ত খেলার মাঠ ও সরঞ্জাম নিশ্চিত করব, যাতে প্রতিভাবান দলগুলো আরও সুযোগ পায়।”
তিনি বলেন, ‘আপনারা যারা খেলাধুলা করেন, আপনারাই আমাদের ভবিষ্যৎ। আপনারা ঐক্যবদ্ধভাবে ধানের শীষকে সমর্থন করুন। আমরা আপনাদের পাশে থাকব এবং খেলাধুলার মাধ্যমে একটি সুস্থ, সবল ও উন্নত চুয়াডাঙ্গা গড়ব।”
মন্তব্যসমূহ বন্ধ করা হয়.