দামুড়হুদায় ফার্স্ট মাল্টিমিডিয়া মডেল স্কুলে বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সনদ প্রদান ও কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠিত

স্টাফ রিপোর্টার: দামুড়হুদায় ফার্স্ট মাল্টিমিডিয়া মডেল স্কুলে বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সনদ প্রদান ও কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে।
আজ বৃহস্পতিবার সকালে ওই অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে সভাপতিত্ব করেন ফার্স্ট মাল্টিমিডিয়া মডেল স্কুলের প্রধান শিক্ষক মাসুম বিল্লাহ। প্রধান অতিথি ছিলেন দামুড়হুদা উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার আবু হাসান। বিশেষ অতিথি ছিলেন দামুড়হুদা উপজেলা মাধ্যমিক একাডেমিক সুপারভাইজার রাফিজুল ইসলাম, জীবননগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের উপ-সহকারি মেডিকেল অফিসার ডা. এসএম আতাউর রহমান রতন ও পাটাচোরা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক শাহজাহান আলী। সহকারি প্রধান শিক্ষক জহির রায়হান সোহাগের সঞ্চালনায় অনুষ্ঠানে আরও স্বাগত বক্তব্য রাখেন ফার্স্ট মাল্টিমিডিয়া মডেল স্কুলের প্রধান শিক্ষক মাসুম বিল্লাহ। বক্তব্য রাখেন কৃতি শিক্ষার্থী জাহিদ হাসান জিহাদের মা নাসিমা খাতুন ও কৃতি শিক্ষার্থী জাহিদ হাসান জিহাদ। অনুষ্ঠানের শুরুতে কেরাত ও গজল প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। এতে প্রাথমিক ও মাধ্যমিক পর্যায়ের শিক্ষার্থীরা অংশ নেয়। পরে ডিজিটাল বোর্ডে নিজ বাড়িতে শিক্ষার্থীদের দৈনন্দিন কর্মকা-ের ভিডিও চিত্র প্রদর্শন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। এসময় ডিজিটাল বোর্ডে ক্লাসের সুবিধা ও উপকারিতাগুলো তুলে ধরেন প্রধান শিক্ষক। প্রদর্শন করা হয় আন্তর্জাতিক প্রতিযোগিতায় স্বর্ণপদ পাওয়া শিক্ষার্থী জাহিদ হাসান জিহাদের উদ্ভাবনী হেক্সাগার্ড রোভার।
অনুষ্ঠানে প্রধান অতিথি দামুড়হুদা উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার আবু হাসান বলেন, গুণগত শিক্ষা নিশ্চিতে শিক্ষক ও অভিভাবকদের সচেতন হতে হবে। শিক্ষার্থীদের মোবাইল ফোন ব্যবহারের অপকারিতা বা খারাপ দিকগুলো জানাতে হবে। তাদের বাস্তবমুখী শিক্ষা দিতে হবে। সেই সাথে লেখাপড়ার পাশাপাশি খেলাধুলার বিকল্প নেই।
পরে বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ী, বৃত্তি পরীক্ষা ও স্কুলের পরীক্ষায় ভালো ফলাফল অর্জনকারি শিক্ষার্থীদের হাতে পুরস্কার তুলে দেন অতিথিবৃন্দ।

এছাড়া, আরও পড়ুনঃ

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More