স্টাফ রিপোর্টার: আলমডাঙ্গা উপজেলার বেলগাছী ইউনিয়নের ফরিদপুর গ্রামের বাজারপাড়ায় জমির সীমানা-সংক্রান্ত দীর্ঘদিনের বৈরিতাকে অজুহাত করে সংখ্যালঘু হিন্দু সম্প্রদায়ের শ্রী অরবিন্দু হালদারের পরিবারের ওপর পৈশাচিক অত্যাচারমূলক হামলার ঘটনা ঘটেছে।
শুক্রবার (২১ নভেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে সংঘটিত এই অমানবিক কার্যক্রমের ভয়ের চিত্র সোশ্যালমিডিয়ায় ভিডিওতে ধরা পড়ে , যা সর্বসমক্ষে প্রতিভাত হয়েছে।
ভিডিওচিত্রে পরিস্কার দেখা যায় , প্রতিবেশী মো. দবির আলীর (৪৬) ছেলে মোমিন (৩০) এর নেতৃত্বাধীন একদল উচ্ছৃঙ্খল , আক্রমণপ্রবণ যুবক হঠাৎ অরবিন্দু হালদারের আঙিনা প্রবেশ করে। হামলাকারীদের মধ্যে রেজা , হুমায়ুন , তুষার , কারিবুলসহ আরও অনেকে উপস্থিত ছিলেন। তাদের হাতে ছিল প্রহারযোগ্য লাঠি ও আঘাতকারী দণ্ড , আর তাদের আচরণ ছিল দাউদাউ সহিংসতা , ভয়াল হুমকি কর্মকাণ্ডে পূর্ণ।
হালদার পরিবার অভিযোগ করেছেন , দীর্ঘদিন ধরে চলমান এই জমি বিরোধকে কেন্দ্র করে প্রতিপক্ষরা ক্ষমতাশীল প্রভাব , দাপট ও নির্যাতনমূলক আধিপত্য বিস্তারের চেষ্টা চালিয়ে আসছিল। হামলার সময় পরিবারটির নারী সদস্যরাও চরম আতঙ্কগ্রস্ত , বিপন্ন ও নিরাপত্তাহীন অবস্থায় পড়েন।
স্থানীয়রা জানান , প্রায় এক বছর আগে শ্রী অরবিন্দু হালদার টুনু কর্মকার থেকে চার শতক জমি ক্রয় করেন। একই সময়ে দবির আলি পরিবারও চার শতক জমি অধিগ্রহণ করেন। কিন্তু দবির আলিরা অরবিন্দুর জমি জোরপূর্বক দখল করে রাখছিল।
আলমডাঙ্গা থানার অফিসার ইনচার্জ মো. মাসুদুর রহমান (পিপিএম) জানিয়েছেন , ভুক্তভোগী পক্ষ থানায় অভিযোগ দাখিল করেছেন। অভিযোগের ভিত্তিতে আইনসম্মত , বিধিবদ্ধ এবং শাস্তিযোগ্য ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া ইতোমধ্যে শুরু হয়েছে। ভিডিও তথ্য , প্রত্যক্ষ ও পরোক্ষ সাক্ষ্য সব মিলিয়ে অভিযুক্তদের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক শাস্তির লক্ষ্যে কঠোর আইনানুগ অভিযান পরিচালনা করা হবে।
স্থানীয় সাধারণ মানুষ ও হিন্দু সম্প্রদায়ের সদস্যরা মন্তব্য করেছেন , এ ধরনের নির্যাতন ও বৈষম্যমূলক হামলা সংখ্যালঘু পরিবারের নিরাপত্তাবোধে গভীর ক্ষত , ভীতি ও উদ্বেগের পরিবেশ সৃষ্টি করে। তারা অভিযুক্তদের তাৎক্ষণিক আটক , নির্বিচার তদন্ত এবং দৃষ্টান্তস্থাপনকারী শাস্তি দাবিতে জোরালো আহ্বান জানিয়েছেন।
মন্তব্যসমূহ বন্ধ করা হয়.