স্টাফ রিপোর্টার:চুয়াডাঙ্গা সাহিত্য পরিষদের নিয়মিত সাপ্তাহিক সাহিত্য আসর ‘পদধ্বনি’-এর ১৫৯৪তম পর্ব গতকাল শুক্রবার ২০ নভেম্বর বিকেলে অনুষ্ঠিত হয়েছে। শহীদ আলাউল হলে আয়োজিত এই সাহিত্য সভাটি লেখকদের স্বরচিত কবিতা ও গঠনমূলক আলোচনায় মুখরিত হয়ে ওঠে।
শুক্রবার বিকেল সাড়ে তিনটায় শুরু হওয়া এই আসরে সভাপতিত্ব করেন চুয়াডাঙ্গা সাহিত্য পরিষদের সভাপতি ইকবাল আতাহার তাজ।
পরিষদের অর্থ সম্পাদক মিম্মা সুলতানা মিতার প্রাণবন্ত সঞ্চালনায় অনুষ্ঠানের মূল আকর্ষণ ছিল স্বরচিত কবিতা পাঠ। এ পর্বে কবিতা পরিবেশন করেন: আব্বাস উদ্দিন, গুরু কাজল মল্লিক, হারুন অর রশিদ, মর্জিনা খাতুন, হাবিব বাবু, মো: শহিদুল ইসলাম, লতিফা রহমান বনলতা, হুমায়ুন কবীর এবং মো: আবু নাসিফ খলিল।
পঠিত লেখাগুলো নিয়ে আলোচনা ও পর্যালোচনা করেন উপস্থিত গুণী সাহিত্যিকবৃন্দ। লেখকদের রচনার মানোন্নয়ন ও সাহিত্য চর্চার বিভিন্ন দিক তুলে ধরেন সভাপতি ইকবাল আতাহার তাজ, শেখ সেলিম, মো: হুমায়ুন কবীর, আবু নাসিফ খলিল, গোলাম কবীর মুকুল এবং কাজল মাহমুদ। আলোচকরা বলেন, ‘পদধ্বনি’ দীর্ঘ দিন ধরে চুয়াডাঙ্গার সাহিত্য অঙ্গনকে সচল রেখেছে এবং নতুন লেখকদের উৎসাহিত করছে।
পরিষদের সভাপতি ইকবাল আতাহার তাজের সমাপনী বক্তব্যের মধ্য দিয়ে এই ঐতিহ্যবাহী সাহিত্য আসরের ১৫৯৪তম পর্বের সমাপ্তি ঘটে।
মন্তব্যসমূহ বন্ধ করা হয়.