স্টাফ রিপোর্টার:দর্শনা স্থলবন্দরের শূন্যরেখায় অনুষ্ঠিত পতাকা বৈঠকের মাধ্যমে এক বাংলাদেশি নাগরিককে বিজিবির কাছে হস্তান্তর করেছে ভারতের বিএসএফ। শুক্রবার (২১ নভেম্বর) বিকেল ৪টার দিকে ৭৬ নম্বর মেইন পিলার সংলগ্ন স্থানে এই বৈঠক অনুষ্ঠিত হয়।
পতাকা বৈঠকে অংশ নেন চুয়াডাঙ্গা ৬ বিজিবির দর্শনা কোম্পানি কমান্ডার সুবেদার মো. আবুল হোসেনের নেতৃত্বে পাচ সদস্যের একটি প্রতিনিধি দল। অপরদিকে ভারতের গেদে ক্যাম্পের ৩২ বিএসএফের কোম্পানি কমান্ডার শিব শংকর সিংয়ের নেতৃত্বেও পাচ সদস্যের একটি দল উপস্থিত ছিল।
বৈঠকে বিএসএফ কর্তৃপক্ষ আটক ব্যক্তির পরিচয় সংক্রান্ত নথিপত্র বিজিবির কাছে হস্তান্তর করে। যাচাই-বাছাই শেষে নিশ্চিত হওয়া যায় যে তিনি নরসিংদীর শিবপুর থানার আশরাফপুর এলাকার ফায়েজ উদ্দীনের ছেলে মো. হানিফ খান (৪৭)।
বিজিবি সূত্র জানায়, জিজ্ঞাসাবাদে হানিফ জানান যে তিনি চলতি মাসের ৭ নভেম্বর সিলেট সীমান্ত দিয়ে দালালের সহায়তায় অবৈধভাবে ভারতে প্রবেশ করেন। মূল উদ্দেশ্য ছিল আজমীর শরীফে গিয়ে খাজা মঈনুদ্দীন চিশতি (রহ.)-এর মাজার জিয়ারত করা। পরে ২০ নভেম্বর দেশে ফেরার চেষ্টা করলে ভারতের ৩২ গেদে বিএসএফ ক্যাম্পের সদস্যরা তাকে আটক করে।
পতাকা বৈঠকের আনুষ্ঠানিকতা শেষে বিএসএফ হানিফকে বিজিবির কাছে হস্তান্তর করে। পরবর্তীতে প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া শেষে তাকে দর্শনা থানায় হস্তান্তর করা হয়েছে।
মন্তব্যসমূহ বন্ধ করা হয়.